ETV Bharat / state

বনগাঁয় আগ্নেয়াস্ত্র ও মাদক সহ গ্রেফতার দুষ্কৃতী

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং 10 লিটার তরল মাদক সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ বনগাঁ-র গোপালনগরের সুন্দরপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের খামার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷

1 Mischief arrested with huge quantity of fire arms and drugs in Bangaon North 24 Pargana
বনগাঁয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদক সহ গ্রেফতার 1 দুষ্কৃতী
author img

By

Published : Jul 28, 2021, 8:38 PM IST

বনগাঁ, 28 জুলাই : মাদক সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ ৷ ধৃত পাচারকারীর নাম সাব্বির আলি মণ্ডল । উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগরের সুন্দরপুর একালার বাসিন্দা ওই অস্ত্র পাচারকারী । ধৃতের কাছ থেকে চারটি ওয়ান শটার পিস্তল, দুটি তরোয়াল, একটি রাম দা, 20 রাউন্ড কার্তুজ , 16টি কার্তুজের খালি খোল, তিনটি পিস্তল এর মাথা ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাতবেড়িয়া ইট ভাটার পাশ থেকে 10 লিটার নিষিদ্ধ তরল মাদক সহ সাব্বির আলি মণ্ডলকে গ্রেফতার করা হয় ৷ ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়ে ৷ অভিযুক্ত দুষ্কৃতীকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । সাব্বির আলি মণ্ডলকে জেরার করে সুন্দরপুর এলাকায় তার মুরগির খামার বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দু’টি ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ । চারটি ওয়ান শটার পিস্তল, 2টি তরোয়াল, 1 রাম দা, 20 রাউন্ড কার্তুজ, 16টি কার্তুজের খালি খোল, তিনটি পিস্তলের মাথা ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার দুষ্কৃতী

পুলিশের অনুমান, ধৃত সাব্বির আলি মণ্ডল মাদক পাচারের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আগ্নেয়াস্ত্রও পাচার করত ৷ তার সঙ্গে বাংলাদেশের কোনও চক্রের সঙ্গে জড়িত আছে কি না । আর কোথায় কোথায় অস্ত্র পাচার করত সে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

বনগাঁ, 28 জুলাই : মাদক সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ ৷ ধৃত পাচারকারীর নাম সাব্বির আলি মণ্ডল । উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগরের সুন্দরপুর একালার বাসিন্দা ওই অস্ত্র পাচারকারী । ধৃতের কাছ থেকে চারটি ওয়ান শটার পিস্তল, দুটি তরোয়াল, একটি রাম দা, 20 রাউন্ড কার্তুজ , 16টি কার্তুজের খালি খোল, তিনটি পিস্তল এর মাথা ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাতবেড়িয়া ইট ভাটার পাশ থেকে 10 লিটার নিষিদ্ধ তরল মাদক সহ সাব্বির আলি মণ্ডলকে গ্রেফতার করা হয় ৷ ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়ে ৷ অভিযুক্ত দুষ্কৃতীকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । সাব্বির আলি মণ্ডলকে জেরার করে সুন্দরপুর এলাকায় তার মুরগির খামার বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দু’টি ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ । চারটি ওয়ান শটার পিস্তল, 2টি তরোয়াল, 1 রাম দা, 20 রাউন্ড কার্তুজ, 16টি কার্তুজের খালি খোল, তিনটি পিস্তলের মাথা ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার দুষ্কৃতী

পুলিশের অনুমান, ধৃত সাব্বির আলি মণ্ডল মাদক পাচারের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আগ্নেয়াস্ত্রও পাচার করত ৷ তার সঙ্গে বাংলাদেশের কোনও চক্রের সঙ্গে জড়িত আছে কি না । আর কোথায় কোথায় অস্ত্র পাচার করত সে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.