বসিরহাট, 7 জুন : নৌকায় বাজ পড়ে ইছামতীর জলে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী। নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম আবুল বাহার বিশ্বাস (50)। ডুবুরি নামিয়ে রাতভর তল্লাশি চালিয়েও এখনও হদিশ মেলেনি তাঁর।
বজ্রাঘাতে আহত হয়েছেন আরও তিন মৎস্যজীবী। তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল ৷
গতকাল সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু হয় বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে। সেই সময় ইছামতিতে মাছ ধরতে গিয়ে নদীর পাড়ে নৌকা নোঙর করেছিলেন বসিরহাটের চার মৎস্যজীবী। তখনই আচমকা বাজ পড়ে তাঁদের নৌকায়। যার জেরে ইছামতীর জলে পড়ে তলিয়ে যান আবুল বাহার নামে ওই মৎস্যজীবী। আহত হন নৌকায় থাকা আরও তিন সহযোগীও।
আরও পড়ুন : বুধবার কৃষক আন্দোলন নিয়ে মমতার সঙ্গে বৈঠক টিকায়েতের
ঘটনার পরই আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন অন্য মৎস্যজীবীরা। আসে বসিরহাট থানার পুলিশও ৷ এদিকে বজ্রপাতের জেরে নৌকার একাংশে আগুন লেগে ক্ষতি হয় নৌকাটি ৷