ETV Bharat / state

হাসনাবাদে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত 1

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে স্বামীর বাইক থেকে পড়ে গিয়ে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার ৷ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদে ৷

হাসনাবাদে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত 1
হাসনাবাদে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত 1
author img

By

Published : Apr 23, 2021, 8:10 PM IST

হাসনাবাদ , 23 এপ্রিল : স্বামীর বাইক থেকে পড়ে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বেঘোরে প্রাণ হারালেন এক মহিলা । পুলিশ জানিয়েছে , মৃতার নাম পিপাসা সাউ (50)। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদে । ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ।
জানা গিয়েছে , হাসনাবাদে এক আত্মীয়ের বাড়ি থেকে শুক্রবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে করে বসিরহাটের বাড়িতে ফিরছিলেন ভোলা সাউ । বাইকের পিছনে বসেছিলেন স্ত্রী পিপাসা । কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর বাইলানির বিশপুর গ্রামের কাছে স্পিড ব্রেকার থাকায় হঠাৎই বাইকের ব্রেক কষেন ভোলাবাবু । টাল সামলাতে না পেরে বাইক থেকে রাস্তায় পড়ে যান পিপাসা । তখনই উল্টো দিক থেকে আসা দ্রুত গতির একটি ইঞ্জিন ভ্যান তাঁকে চাপা দিয়ে চলে যায় ।

গুরুতর জখম অবস্থায় পিপাসাদেবীকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর পুলিশি সহায়তায় ময়নাতদন্তের জন্য মৃতদেহ টাকি হাসপাতাল থেকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় ।
ঘটনার পর থেকেই ঘাতক ওই ইঞ্জিন ভ্যানের চালক পলাতক । তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ।

হাসনাবাদ , 23 এপ্রিল : স্বামীর বাইক থেকে পড়ে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বেঘোরে প্রাণ হারালেন এক মহিলা । পুলিশ জানিয়েছে , মৃতার নাম পিপাসা সাউ (50)। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদে । ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ।
জানা গিয়েছে , হাসনাবাদে এক আত্মীয়ের বাড়ি থেকে শুক্রবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে করে বসিরহাটের বাড়িতে ফিরছিলেন ভোলা সাউ । বাইকের পিছনে বসেছিলেন স্ত্রী পিপাসা । কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর বাইলানির বিশপুর গ্রামের কাছে স্পিড ব্রেকার থাকায় হঠাৎই বাইকের ব্রেক কষেন ভোলাবাবু । টাল সামলাতে না পেরে বাইক থেকে রাস্তায় পড়ে যান পিপাসা । তখনই উল্টো দিক থেকে আসা দ্রুত গতির একটি ইঞ্জিন ভ্যান তাঁকে চাপা দিয়ে চলে যায় ।

গুরুতর জখম অবস্থায় পিপাসাদেবীকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর পুলিশি সহায়তায় ময়নাতদন্তের জন্য মৃতদেহ টাকি হাসপাতাল থেকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয় ।
ঘটনার পর থেকেই ঘাতক ওই ইঞ্জিন ভ্যানের চালক পলাতক । তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ।

আরও পড়ুন : নির্বাচনের শেষ প্রচারে মোদির মুখে নেই মমতার নাম, কীসের ইঙ্গিত ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.