ETV Bharat / state

Shoot Out at Barrackpore: ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানে চলল গুলি, মৃত মালিকের ছেলে - সোনার দোকানে গুলি

দোকানে ঢুকে সোনা লুট করার কাজে বাধা দিয়েছিলেন মালিকের ছেলে ৷ তাতেই মর্মান্তিক পরিণতি ৷ দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল মালিকের ছেলের ৷ আহত মালিক ও এক কর্মচারী ৷

Etv Bharat
সোনার দোকানে শুট আউট
author img

By

Published : May 24, 2023, 8:42 PM IST

Updated : May 24, 2023, 9:20 PM IST

ব্যারাকপুরে সোনার দোকানে গুলি চলার ঘটনায় প্রত্যক্ষদর্শী কর্মচারী ও স্থানীয় বাসিন্দার বক্তব্য

ব্যারাকপুর, 24 মে: সোনার দোকানে ডাকাতির সময় বাধা পেয়ে চলল গুলি ৷ তার জেরে মৃত্যু হল মালিকের ছেলের ৷ এই ঘটনায় আহত দুই ৷ বুধবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আনন্দপুরীতে ৷ ব্যারাকপুর স্টেশন সংলগ্ন 14 নং গেটের পাশে জনবহুল এলাকায় রয়েছে এই দোকান ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারজন বাইকে চড়ে প্রথমে দোকানে আসে ৷ এরপর তারা ভিতরে ঢুকে টাকা পয়সা ও গয়নাগাটি লুট করতে শুরু করলে দোকান মালিকের ছেলে তাদের বাধা দিতে আসে ৷ সেই সময় দুষ্কৃতীদের মধ্যে থেকে একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । 3-4 রাউন্ড গুলি চলার অভিযোগ । সেই গুলিতেই মৃত্যু হয় মালিকের ছেলে নীলাদ্রী সিংহের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ ।

ঘটনার জেরে আহত হন সোনার দোকানের মালিক নীলরতন সিংহ ও আরেকজন কর্মচারী । প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী প্রথমে 4 জন বাইকে করে দোকানে আসে । এদের মধ্যে একজন টুপি পরা প্রথমে ভিতরে ঢোকে এবং কিছু দেখাতে বলে । তার কথাবার্তাতে সন্দেহ হতেই সেই মুহূর্তে দোকানদার তাকে দেখাতে মানা করে । এরপর হঠাৎ আরেকজন ভিতরে ঢোকে । সে সব কিছু দিয়ে দেওয়ার জন্য বলে । তখন দোকান মালিকের ছেলে নীলাদ্রি সিংহ তাদের দোকান থেকে বেরিয়ে যেতে বললে, দুষ্কৃতীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়ে যায় । দোকানের মালিক নীলরতন সিংহ এরপর তাদের বের করে দিতে গেলে ডাকাতদলের একজন পিছন থেকে গুলি চালায় ৷ এর মধ্যে 1টি গুলি নীলাদ্রির মাথায় লাগে ৷ আরেকটি তার বাবার ঘাড়ে লাগে ৷ গুলি লাগে কর্মচারীর গায়েও । তবে মাথায় গুলি লাগতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন নীলাদ্রি ৷ সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷

আরও পড়ুন : একের পর এক চুরি, ওত পেতে চোরকে হাতেনাতে ধরল গোপালনগর থানার পুলিশ

ব্যারাকপুরে সোনার দোকানে গুলি চলার ঘটনায় প্রত্যক্ষদর্শী কর্মচারী ও স্থানীয় বাসিন্দার বক্তব্য

ব্যারাকপুর, 24 মে: সোনার দোকানে ডাকাতির সময় বাধা পেয়ে চলল গুলি ৷ তার জেরে মৃত্যু হল মালিকের ছেলের ৷ এই ঘটনায় আহত দুই ৷ বুধবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আনন্দপুরীতে ৷ ব্যারাকপুর স্টেশন সংলগ্ন 14 নং গেটের পাশে জনবহুল এলাকায় রয়েছে এই দোকান ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারজন বাইকে চড়ে প্রথমে দোকানে আসে ৷ এরপর তারা ভিতরে ঢুকে টাকা পয়সা ও গয়নাগাটি লুট করতে শুরু করলে দোকান মালিকের ছেলে তাদের বাধা দিতে আসে ৷ সেই সময় দুষ্কৃতীদের মধ্যে থেকে একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । 3-4 রাউন্ড গুলি চলার অভিযোগ । সেই গুলিতেই মৃত্যু হয় মালিকের ছেলে নীলাদ্রী সিংহের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ ।

ঘটনার জেরে আহত হন সোনার দোকানের মালিক নীলরতন সিংহ ও আরেকজন কর্মচারী । প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী প্রথমে 4 জন বাইকে করে দোকানে আসে । এদের মধ্যে একজন টুপি পরা প্রথমে ভিতরে ঢোকে এবং কিছু দেখাতে বলে । তার কথাবার্তাতে সন্দেহ হতেই সেই মুহূর্তে দোকানদার তাকে দেখাতে মানা করে । এরপর হঠাৎ আরেকজন ভিতরে ঢোকে । সে সব কিছু দিয়ে দেওয়ার জন্য বলে । তখন দোকান মালিকের ছেলে নীলাদ্রি সিংহ তাদের দোকান থেকে বেরিয়ে যেতে বললে, দুষ্কৃতীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়ে যায় । দোকানের মালিক নীলরতন সিংহ এরপর তাদের বের করে দিতে গেলে ডাকাতদলের একজন পিছন থেকে গুলি চালায় ৷ এর মধ্যে 1টি গুলি নীলাদ্রির মাথায় লাগে ৷ আরেকটি তার বাবার ঘাড়ে লাগে ৷ গুলি লাগে কর্মচারীর গায়েও । তবে মাথায় গুলি লাগতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন নীলাদ্রি ৷ সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷

আরও পড়ুন : একের পর এক চুরি, ওত পেতে চোরকে হাতেনাতে ধরল গোপালনগর থানার পুলিশ

Last Updated : May 24, 2023, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.