ETV Bharat / state

পুজোয় রাজ‍্যজুড়ে বাড়ছে 500টি বেড, রোগীকে ফেরাতে পারবে না হাসপাতাল - Covid 19 pandemic situation

কোরোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে উৎসবের মরশুম । বিশেষ করে দুর্গাপুজো থেকে কালীপুজোর মধ‍্যে উৎসবের এই সময় বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাতে বেডের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয় তার জন্য বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে রাজ‍্যের স্বাস্থ্য কমিশন‌ ।

Covid 19 pandemic
Covid 19 pandemic
author img

By

Published : Oct 13, 2020, 8:34 PM IST

কলকাতা, 13 অক্টোবর: উৎসবের সময় রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতালে 500টি বেড বাড়ানো হচ্ছে । শুধু তাই নয়, উৎসবের সময় কোনও হাসপাতাল থেকে কোনও রোগীকে ফেরানো যাবে না । কোনও হাসপাতালে বেড না থাকলে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য কোনও হাসপাতালে বেডের ব্যবস্থা করে দিতে হবে । জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)।


কোরোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে উৎসবের মরশুম । বিশেষ করে দুর্গাপুজো থেকে কালীপুজোর মধ‍্যে উৎসবের এই সময় বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাতে বেডের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়, তার জন্য বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে রাজ‍্যের স্বাস্থ্য কমিশন‌ । এ রাজ‍্যের যে সব বেসরকারি হাসপাতালে 150 বেড এবং 150-এর বেশি বেড রয়েছে তাদের সঙ্গে কমিশনের বৈঠক হয় । প্রায় 30টি-র মতো হাসপাতালের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন সোমবারের এই বৈঠকে ।

বৈঠকের বিষয়ে রাজ‍্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "মোটামুটি যে আভাস পাওয়া গিয়েছে তাতে এই পুজোর সময় আরও 500 বেড বৃদ্ধির জন্য হাসপাতালগুলি তৈরি হচ্ছে‌ । এই 500 বেডের মধ্যে ভালো সংখ্যক ICU বেড থাকবে ।" তিনি জানিয়েছেন, এই বেড বৃদ্ধির বিষয়ে বেসরকারি হাসপাতালগুলি কতটা কী করতে পারবে এই বিষয়ে 14 অক্টোবর সন্ধ্যার মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে।


তবে শুধুমাত্র বেড বৃদ্ধির বিষয়টি নয়, হাসপাতাল থেকে কোনও রোগীকে যাতে ফেরানো না হয় তার জন্য ফের কঠোর মনোভাবের কথা জানাল স্বাস্থ্য কমিশন । বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে কমিশন জানিয়েছে, পুজো, উৎসবের সময় কোনও হাসপাতাল কোনও রোগীকে ফেরাতে পারবে না । যদি হাসপাতালের সব বেড ভরতি থাকে তাহলে তাদের প্রাথমিক দায়িত্ব ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া । দ্বিতীয় দায়িত্ব, অন্য একটি হাসপাতালে যোগাযোগ করে ওই রোগীর জন্য বেডের ব্যবস্থা করে দেওয়া ।

কলকাতা, 13 অক্টোবর: উৎসবের সময় রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতালে 500টি বেড বাড়ানো হচ্ছে । শুধু তাই নয়, উৎসবের সময় কোনও হাসপাতাল থেকে কোনও রোগীকে ফেরানো যাবে না । কোনও হাসপাতালে বেড না থাকলে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য কোনও হাসপাতালে বেডের ব্যবস্থা করে দিতে হবে । জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)।


কোরোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে উৎসবের মরশুম । বিশেষ করে দুর্গাপুজো থেকে কালীপুজোর মধ‍্যে উৎসবের এই সময় বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাতে বেডের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়, তার জন্য বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে রাজ‍্যের স্বাস্থ্য কমিশন‌ । এ রাজ‍্যের যে সব বেসরকারি হাসপাতালে 150 বেড এবং 150-এর বেশি বেড রয়েছে তাদের সঙ্গে কমিশনের বৈঠক হয় । প্রায় 30টি-র মতো হাসপাতালের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন সোমবারের এই বৈঠকে ।

বৈঠকের বিষয়ে রাজ‍্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "মোটামুটি যে আভাস পাওয়া গিয়েছে তাতে এই পুজোর সময় আরও 500 বেড বৃদ্ধির জন্য হাসপাতালগুলি তৈরি হচ্ছে‌ । এই 500 বেডের মধ্যে ভালো সংখ্যক ICU বেড থাকবে ।" তিনি জানিয়েছেন, এই বেড বৃদ্ধির বিষয়ে বেসরকারি হাসপাতালগুলি কতটা কী করতে পারবে এই বিষয়ে 14 অক্টোবর সন্ধ্যার মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে।


তবে শুধুমাত্র বেড বৃদ্ধির বিষয়টি নয়, হাসপাতাল থেকে কোনও রোগীকে যাতে ফেরানো না হয় তার জন্য ফের কঠোর মনোভাবের কথা জানাল স্বাস্থ্য কমিশন । বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে কমিশন জানিয়েছে, পুজো, উৎসবের সময় কোনও হাসপাতাল কোনও রোগীকে ফেরাতে পারবে না । যদি হাসপাতালের সব বেড ভরতি থাকে তাহলে তাদের প্রাথমিক দায়িত্ব ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া । দ্বিতীয় দায়িত্ব, অন্য একটি হাসপাতালে যোগাযোগ করে ওই রোগীর জন্য বেডের ব্যবস্থা করে দেওয়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.