ETV Bharat / state

আন্তঃরাজ্য চোরাই মোবাইল চক্রের হদিস কালিয়াচকে, গ্রেপ্তার 3 - চোরাই মোবাইল চক্রের হদিশ কালিয়াচকে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, উদ্ধার হওয়া চোরাই মোবাইলগুলি ঝাড়খণ্ড ও বিহারের।

Arrested
Arrested
author img

By

Published : Nov 12, 2020, 10:29 PM IST

মালদা, 12 নভেম্বর : আন্তঃরাজ্য চোরাই মোবাইল চক্রের হদিস পেল কালিয়াচক থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোবাইল সহ তিন যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে SI দেবব্রত চক্রবর্তীর নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল জালালপুর এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 28টি চোরাই মোবাইল। গ্রেপ্তার করা হয় তিনজনকে।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতের অভিযানে 28টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে এই কাজ করছিল অভিযুক্তরা। ধৃতদের নাম মহম্মদ নুর আলম(21), সাজাহান শেখ(26) ও মসরেকুল শেখ(22)। নুর আলমের বাড়ি কালিয়াচকের বিবিগ্রামে। সাজাহান ও মসরেকুল কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, উদ্ধার হওয়া চোরাই মোবাইলগুলি ঝাড়খণ্ড ও বিহারের। ধৃতরা এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। দোকানের মালিক এবুল শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দোকানের মালিক সহ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 379/411/ 413/414/120B IPC ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

মালদা, 12 নভেম্বর : আন্তঃরাজ্য চোরাই মোবাইল চক্রের হদিস পেল কালিয়াচক থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোবাইল সহ তিন যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে SI দেবব্রত চক্রবর্তীর নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল জালালপুর এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 28টি চোরাই মোবাইল। গ্রেপ্তার করা হয় তিনজনকে।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতের অভিযানে 28টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে এই কাজ করছিল অভিযুক্তরা। ধৃতদের নাম মহম্মদ নুর আলম(21), সাজাহান শেখ(26) ও মসরেকুল শেখ(22)। নুর আলমের বাড়ি কালিয়াচকের বিবিগ্রামে। সাজাহান ও মসরেকুল কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, উদ্ধার হওয়া চোরাই মোবাইলগুলি ঝাড়খণ্ড ও বিহারের। ধৃতরা এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। দোকানের মালিক এবুল শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দোকানের মালিক সহ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 379/411/ 413/414/120B IPC ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.