কলকাতা, 7 নভেম্বর : নিকাশি নালার কাজ শেষ হওয়ার পরও রাস্তা মেরামতের কাজ সম্পন্ন না হওয়ায় KEIP-র বিভাগীয় ইঞ্জিনিয়ারের উপর ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন টক টু KMC কর্মসূচিতে 126 নম্বর ওয়ার্ডের রাখাল মুখার্জি রোডের বাসিন্দা এক ব্যক্তি ফোনে মুখ্য প্রশাসকের কাছে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ জানান। অভিযোগকারী ব্যক্তি জানান, KEIP নিকাশি নালার কাজ করছিল ওই রাস্তায়। নালার মেরামতির কাজ শেষ হয়ে গেলেও রাস্তা মেরামত হয়নি এখনও। রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে রয়েছে। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে । যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে ওই রাস্তায়।
এই অভিযোগ শোনা মাত্রই উপস্থিত KEIP-র বিভাগীয় ইঞ্জিনিয়ারের উপর ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম। নিকাশি কাজ শেষ হয়ে যাওয়ার পরেও রাস্তা কেনও মেরামত করা হয়নি তা নিয়েও প্রশ্ন করেন তিনি। এবং সংশ্লিষ্ট রাস্তা দ্রুত মেরামতি করার নির্দেশ দেন। ফিরহাদ বলেন, নিকাশি নালার কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করতে হবে KEIP-কে। সেই সঙ্গে আগামী সোমবার নিজেই রাস্তাটি পরিদর্শন করতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এই অভিযোগের পাশাপাশি আজ টক টু KMC কর্মসূচিতে পরিস্রুত পানীয় জলের অভাব, জমা জলসহ একাধিক অভিযোগ জানান বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা । প্রতিটি অভিযোগ শুনে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বেহাল রাস্তা পরিদর্শন করবেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক - কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম
ফিরহাদ বলেন, নিকাশি নালার কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করতে হবে KEIP-কে। সেই সঙ্গে আগামী সোমবার নিজেই রাস্তাটি পরিদর্শন করতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
কলকাতা, 7 নভেম্বর : নিকাশি নালার কাজ শেষ হওয়ার পরও রাস্তা মেরামতের কাজ সম্পন্ন না হওয়ায় KEIP-র বিভাগীয় ইঞ্জিনিয়ারের উপর ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন টক টু KMC কর্মসূচিতে 126 নম্বর ওয়ার্ডের রাখাল মুখার্জি রোডের বাসিন্দা এক ব্যক্তি ফোনে মুখ্য প্রশাসকের কাছে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ জানান। অভিযোগকারী ব্যক্তি জানান, KEIP নিকাশি নালার কাজ করছিল ওই রাস্তায়। নালার মেরামতির কাজ শেষ হয়ে গেলেও রাস্তা মেরামত হয়নি এখনও। রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে রয়েছে। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে । যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে ওই রাস্তায়।
এই অভিযোগ শোনা মাত্রই উপস্থিত KEIP-র বিভাগীয় ইঞ্জিনিয়ারের উপর ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম। নিকাশি কাজ শেষ হয়ে যাওয়ার পরেও রাস্তা কেনও মেরামত করা হয়নি তা নিয়েও প্রশ্ন করেন তিনি। এবং সংশ্লিষ্ট রাস্তা দ্রুত মেরামতি করার নির্দেশ দেন। ফিরহাদ বলেন, নিকাশি নালার কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করতে হবে KEIP-কে। সেই সঙ্গে আগামী সোমবার নিজেই রাস্তাটি পরিদর্শন করতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এই অভিযোগের পাশাপাশি আজ টক টু KMC কর্মসূচিতে পরিস্রুত পানীয় জলের অভাব, জমা জলসহ একাধিক অভিযোগ জানান বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা । প্রতিটি অভিযোগ শুনে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।