ETV Bharat / state

শ্রমজীবী ক্যান্টিনের পর এবার চালু শ্রমজীবী বাজার

শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন শ্রমজীবী বাজার চালু করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী ।

Sujan Chakraborty
Sujan Chakraborty
author img

By

Published : Sep 18, 2020, 12:05 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : শ্রমজীবী ক্যান্টিনের পর এবার চালু হল শ্রমজীবী বাজার । বাঘাযতীন চত্বরে প্রথম এই বাজার চালু করল CPI(M) নেতৃত্ব। দরিদ্ররা গত দু'দিন ধরে এখান থেকে ন্যায্যমূল্যে সবজি পেয়েছে ।

স্থানীয় CPI(M) নেতৃত্বের উদ্যোগে 320 জনের হাতে স্বল্পমুল্যে সবজি দেওয়া হয় । উচ্ছে, পটল, লাউ, ভেন্ডি, পেঁপে, ঝিঙে পাওয়া যাচ্ছে এই বাজারে ।

সুজন চক্রবর্তী বলেন, "নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া । আলুর দাম দিনের পর দিন বেড়ে চলেছে । বাজারের কোনও সবজি ছোঁয়া যাচ্ছে না । রাজ্য সরকারের নেতৃত্বে ফড়েরা দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যের বাজারগুলিতে । শাসক দলের নেতা -মন্ত্রীরা হিমঘরে বেআইনিভাবে আলু মজুত করেছেন । সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির প্রবল চাপ পড়েছে । গরিব মানুষকে কিছুটা সাহায্য করতেই শ্রমজীবী বাজার চালু করা হল । " শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন শ্রমজীবী বাজার চালু করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি ।

কলকাতা, 18 সেপ্টেম্বর : শ্রমজীবী ক্যান্টিনের পর এবার চালু হল শ্রমজীবী বাজার । বাঘাযতীন চত্বরে প্রথম এই বাজার চালু করল CPI(M) নেতৃত্ব। দরিদ্ররা গত দু'দিন ধরে এখান থেকে ন্যায্যমূল্যে সবজি পেয়েছে ।

স্থানীয় CPI(M) নেতৃত্বের উদ্যোগে 320 জনের হাতে স্বল্পমুল্যে সবজি দেওয়া হয় । উচ্ছে, পটল, লাউ, ভেন্ডি, পেঁপে, ঝিঙে পাওয়া যাচ্ছে এই বাজারে ।

সুজন চক্রবর্তী বলেন, "নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া । আলুর দাম দিনের পর দিন বেড়ে চলেছে । বাজারের কোনও সবজি ছোঁয়া যাচ্ছে না । রাজ্য সরকারের নেতৃত্বে ফড়েরা দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যের বাজারগুলিতে । শাসক দলের নেতা -মন্ত্রীরা হিমঘরে বেআইনিভাবে আলু মজুত করেছেন । সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির প্রবল চাপ পড়েছে । গরিব মানুষকে কিছুটা সাহায্য করতেই শ্রমজীবী বাজার চালু করা হল । " শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন শ্রমজীবী বাজার চালু করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.