রায়গঞ্জ, 12 নভেম্বর : বায়ু দূষণ ও কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাজি বিক্রি বা পোড়ানো নিসিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। তারপরই গতকাল রাতে অভিযান চালিয়ে 2 লাখ টাকা মূল্যের বাজি বাজেয়াপ্ত করল হেমতাবাদ থানার পুলিশ।
গতকাল রাতে রায়গঞ্জ পুলিশ জেলার DSP রিপন বল-এর নেতৃত্বে কাঁকড়সিং, বাঙালবাড়ি ও হেমতাবাদ বাজারে তল্লাশি অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় বিপুল টাকা বাজি। ইতিমধ্যেই রাজ্যের সবকটি থানার পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে ।
DSP রিপন বল জানিয়েছেন, হেমতাবাদ বাজার, বাঙালবাড়ি এবং কাঁকড়সিং থেকে মোট 2 লাখ টাকার বেশি মূল্যের বাজি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা না গেলেও নির্দিষ্ট দোকানের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। আগামীদিনে এই রকম অভিযান চালানো হবে বলেও এদিন জানান তিনি।