ETV Bharat / state

ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান কৃষি বিভাগের আধিকারিকদের

বাজেয়াপ্ত করা হয়েছে এক টন ভেজাল কীটনাশক । পাশাপাশি সিল করে দেওয়া হয় কারখানাটিও । সেই সঙ্গে ওই কারখানার মালিক ভবেশ রায়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Adulterated fertilizer
Adulterated fertilizer
author img

By

Published : Nov 7, 2020, 6:34 PM IST

রায়গঞ্জ, 7 নভেম্বর : বালির সঙ্গে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় ভেজাল কীটনাশক । খবর পেয়ে সেই কারখানায় অভিযান চালালেন উত্তর দিনাজপুর কৃষি বিভাগের আধিকারিকেরা । বাজেয়াপ্ত করা হয় ভেজাল কীটনাশক তৈরির জন্য ব্যবহৃত রাসায়নিক ও সরঞ্জাম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার রূপাহার এলাকার ঘটনা।

কৃষি বিভাগের আধিকারিক সূত্রে খবর, ওই কারখানার মালিক দীর্ঘদিন ধরে ভেজাল কীটনাশক তৈরি করছিল এবং তা বাজারে বিক্রি করছিল । সেই খবর আসতেই অভিযান চালান উত্তর দিনাজপুর কৃষি বিভাগের আধিকারিকরা । বাজেয়াপ্ত করা হয়েছে এক টন ভেজাল কীটনাশক । পাশাপাশি সিল করে দেওয়া হয় কারখানাটি । সেইসঙ্গে ওই কারখানার মালিক ভবেশ রায়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ, বিভিন্ন নামি কম্পানির লেবেল ব্যবহার করে ভেজাল কীটনাশক বাজারে বিক্রি করছিল কারখানার মালিক ভবেশ রায়। কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর(প্রশাসন) ডঃ বিপ্লবকুমার ঘোষ জানান, "আদৌ ওই ব্যক্তির কীটনাশক তৈরি করার লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখছেন আধিকারিকরা । পাশাপাশি ভেজাল কীটনাশক তৈরিতে ব্যবহার করার জন্য মজুত করা কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ওই কারখানা।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভবেশ রায়।

রায়গঞ্জ, 7 নভেম্বর : বালির সঙ্গে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় ভেজাল কীটনাশক । খবর পেয়ে সেই কারখানায় অভিযান চালালেন উত্তর দিনাজপুর কৃষি বিভাগের আধিকারিকেরা । বাজেয়াপ্ত করা হয় ভেজাল কীটনাশক তৈরির জন্য ব্যবহৃত রাসায়নিক ও সরঞ্জাম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার রূপাহার এলাকার ঘটনা।

কৃষি বিভাগের আধিকারিক সূত্রে খবর, ওই কারখানার মালিক দীর্ঘদিন ধরে ভেজাল কীটনাশক তৈরি করছিল এবং তা বাজারে বিক্রি করছিল । সেই খবর আসতেই অভিযান চালান উত্তর দিনাজপুর কৃষি বিভাগের আধিকারিকরা । বাজেয়াপ্ত করা হয়েছে এক টন ভেজাল কীটনাশক । পাশাপাশি সিল করে দেওয়া হয় কারখানাটি । সেইসঙ্গে ওই কারখানার মালিক ভবেশ রায়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ, বিভিন্ন নামি কম্পানির লেবেল ব্যবহার করে ভেজাল কীটনাশক বাজারে বিক্রি করছিল কারখানার মালিক ভবেশ রায়। কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর(প্রশাসন) ডঃ বিপ্লবকুমার ঘোষ জানান, "আদৌ ওই ব্যক্তির কীটনাশক তৈরি করার লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখছেন আধিকারিকরা । পাশাপাশি ভেজাল কীটনাশক তৈরিতে ব্যবহার করার জন্য মজুত করা কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ওই কারখানা।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভবেশ রায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.