কলকাতা, 13 নভেম্বর : কালীপুজো ও ভাইফোঁটায় অর্থাৎ 14 ও 16 নভেম্বর স্বাভাবিকের চেয়ে কম মেট্রো চলানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। ওই দু'দিন 190টি মেট্রোর পরিবর্তে চালানো হবে 152টি।
মেট্রো রেল সূত্রের খবর যেহেতু ওই দু'দিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি তাই যাত্রী সংখ্যাও কম থাকবে। সেই কারণেই ওই দুই দিন অযথা বাড়তি ট্রেন দিয়ে যাত্রী ভিড় বাড়াতে নারাজ কর্তৃপক্ষ। এই দুই দিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলাচল করবে মেট্রো।
14 ও 16 নভেম্বর কবি সুভাষ ও দমদম থেকে দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 8 টায়। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো মিলবে সকাল 8.09 মিনিটে। পাশাপাশি কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো মিলবে রাত 9টায়। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8.55 মিনিটে।