ETV Bharat / state

গজলডোবায় অন্ধকারে মমতার 'ভোরের আলো', খুঁটি উপড়ে চাষবাসের সিদ্ধান্ত ! - set agenda

গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । অভিযোগ, কৃষকদের অন্ধকারে রেখে তিন ফসলি জমি গায়ের জোর ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে । তার প্রতিবাদেই ওই জমিতে চাষবাস করার সিদ্ধান্ত নেন কৃষকরা ।

জমি অধিগ্রহণের প্রতিবাদে স্থানীয় কৃষকরা
author img

By

Published : Jun 4, 2019, 1:02 AM IST

Updated : Jun 4, 2019, 7:46 AM IST

জলপাইগুড়ি, 4 জুন : জমি অধিগ্রহণের প্রতিবাদে খুঁটি উপড়ে জমিতে চাষবাস শুরুর ডাক দিলেন কৃষকরা । স্থানীয়দের অভিযোগ, কৃষকদের অন্ধকারে রেখে তিন ফসলি জমি গায়ের জোর ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে । তার প্রতিবাদেই ওই জমিতে চাষবাস করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের "ভোরের আলো" প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে প্রশাসন । অভিযোগ, কৃষকদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই সেই জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেও কোনও সুরাহা না হওয়ায় গতকাল বৈঠক বসেন স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষাণ সভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমিতে থাকা সরকারি খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে ।

state Govt.
গজলডোবার জমি

এই বিষয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, যে জমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটি সরকারি খাস জমি । আগামী 7 জুন জনপ্রতিনিধিদের নিয়ে ওই এলাকায় যাব । ওই জমি কারোর নয় । স্থানীয় কৃষকদের সঙ্গে প্রয়োজনে কথা বলব । এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, "বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি । আমরাও উন্নয়নের পক্ষে । কিন্তু কৃষকদের ক্ষতিগ্রস্ত করে জমি নেওয়া যাবে না ।"

জলপাইগুড়ি, 4 জুন : জমি অধিগ্রহণের প্রতিবাদে খুঁটি উপড়ে জমিতে চাষবাস শুরুর ডাক দিলেন কৃষকরা । স্থানীয়দের অভিযোগ, কৃষকদের অন্ধকারে রেখে তিন ফসলি জমি গায়ের জোর ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে । তার প্রতিবাদেই ওই জমিতে চাষবাস করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের "ভোরের আলো" প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে প্রশাসন । অভিযোগ, কৃষকদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই সেই জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেও কোনও সুরাহা না হওয়ায় গতকাল বৈঠক বসেন স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষাণ সভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমিতে থাকা সরকারি খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে ।

state Govt.
গজলডোবার জমি

এই বিষয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, যে জমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটি সরকারি খাস জমি । আগামী 7 জুন জনপ্রতিনিধিদের নিয়ে ওই এলাকায় যাব । ওই জমি কারোর নয় । স্থানীয় কৃষকদের সঙ্গে প্রয়োজনে কথা বলব । এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, "বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি । আমরাও উন্নয়নের পক্ষে । কিন্তু কৃষকদের ক্ষতিগ্রস্ত করে জমি নেওয়া যাবে না ।"

Intro:জমি অধিগ্রহণের বিরুদ্ধে খুটি উপড়ে আন্দোলনের ডাক কৃষকদের

গজলডোবায় জমি অধিগ্রহণের চেষ্টার প্রতিবাদে প্রকল্পের খুটি উপড়ে দিয়ে জমিতে চাষবাস শুরুর ডাক দিলেন কৃষকেরা।

মুখ্যমন্ত্রীর সবপ্নের প্রকল্প ভোরের আলোয় হেলিপ্যাড তৈরীর লক্ষে গজলডোবায় কয়েক একর জমিতে কাজ শুরু করে প্রশাসন। অন্যদিকে স্থানিয়রা অভিযোগ করেন, কৃষকদের অন্ধকারে রেখে তিন ফসলি জমি গায়ের জোরে নেওয়ার চেষ্টা হচ্ছে। এর প্রতিবাদে পালটা শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। গত কয়েক দিন তা চলার পর আজ বৈঠকে বসেন স্থানিয় কৃষকেরা। বিজেপির কিষান সভার রাজ্য নেতারাও বৈঠকে ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে খুটি উপড়ে ফেলে দিয়ে জমিতে ফের চাষবাস শুরু করা হবে। স্থানিয় নেতারা দিনক্ষন প্রকাশ্যে না আনলেও উত্তম রায় বলেন, পুলিশ দিয়ে জোর করে কৃষকদের আটকে রেখে জমি অধিগ্রহনের চেষ্টা রুখতে এবার সমস্ত শক্তি প্রয়োগ করা হবে।
জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি। আমরাও উন্নয়নের পক্ষে। কিন্তু কৃষকদের ক্ষতিগ্রস্ত করে জমি নেওয়া যাবে না।

ওই এলাকায় প্রায় আড়াই কোটি টাকা খরচ করে হেলিপ্যাড ও সংযোগকারী রাস্তা, কর্মিদের আবাসব ইত্যাদি তৈরীর কাজ শুরুর আগেই জমি আন্দোলনের জটে পড়ে যাওয়ায় এ নিয়ে প্রশাসনের অন্দরেও হইচই শুরু হয়েছে। তবে বিতর্ক বাড়ছে বুঝে মুখে কুলুপ এটেছেন প্রশাসনের কর্তারা।

পর্যটন দপ্তরের এক কর্তা জানান, ওই প্রকল্প সরকারের সর্বোচ্চ স্তর থেকেই দেখভাল হয়ে থাকে। তাই সরকার যা চাইবে সেভাবেই এগোন হবে।

পর্যটন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি মিটিং এ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায় নি। Body:.Conclusion:
Last Updated : Jun 4, 2019, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.