ETV Bharat / state

এবার হচ্ছে না মালদা রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো - কোরোনা

কোরোনা পরিস্থিতির জন্য আগেই হুগলির আঁটপুর, কোচবিহার ও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ তবে কোরোনা সংক্রমণের জন্য এই প্রথম রামকৃষ্ণ মিশনের কোনও শাখায় কুমারী পুজো বন্ধ হয়ে গেল ৷

Malda ramkrishna mission
author img

By

Published : Oct 15, 2020, 4:04 PM IST

মালদা, 15 অক্টোবর : কোরোনায় আক্রান্ত কুমারী ৷ আক্রান্ত মঠাধ্যক্ষও ৷ ফলে এবার মালদা রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো হবে না ৷ সেখানে দুর্গাপুজো শুরুর পর এই প্রথম হবে না কুমারী পুজো ৷ আজ একথা জানিয়েছেন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ ৷ শুধু এই দু’জনই নয়, কোরোনা সংক্রমিত মিশনের এক কর্মী ও তাঁর স্ত্রীও ৷ বর্তমানে সবাই হোম আইসোলেশনে রয়েছেন । আজ ইংরেজবাজার পৌরসভার তরফে মিশন চত্বর স্যানিটাইজ় করা হয়েছে ৷

কোরোনা পরিস্থিতির জন্য আগেই হুগলির আঁটপুর, কোচবিহার ও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ তবে কোরোনা সংক্রমণের জন্য এই প্রথম রামকৃষ্ণ মিশনের কোনও শাখায় কুমারী পুজো বন্ধ হয়ে গেল ৷

মালদা রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর হয়েছিল এবারের নির্বাচিত কুমারীর ৷ একইসঙ্গে জ্বরে ভুগছিলেন মঠাধ্যক্ষসহ আশ্রমের এক কর্মী ও তাঁর স্ত্রী ৷ তাঁদের প্রত্যেকের লালারসের নমুনা পরীক্ষা করা হয় ৷ গতকাল প্রত্যেকেরই রিপোর্ট পজ়িটিভ আসে ৷ বিষয়টি জানানো হয় বেলুড় মঠ কর্তৃপক্ষকে ৷ সেখান থেকে এবার কুমারী পুজো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ৷ তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আজ ফোনে স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ বলেন, “এই মুহূর্তে আমি এবং এবারের নির্বাচিত কুমারী কোরোনা আক্রান্ত ৷ বেলুড় মঠের নির্দেশে এবার মালদা মিশনে কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে না ৷ তবে দুর্গাপুজো হবে ৷ সেক্ষেত্রে আরও কিছু সাবধানতা অবলম্বন করা হবে ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মিশনের অন্যদেরও লালারসের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে ৷ বিশেষ করে সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করানোর আবেদন জানাচ্ছি ৷”

এদিকে গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রমের প্রতিটি গেট ৷ কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ আপাতত তিনদিনের জন্য আশ্রম ও মন্দিরে পুন্যার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে ৷ আজ সকাল থেকে মিশন চত্বর স্যানিটাইজ় করেন ইংরেজবাজার পৌরসভার কর্মীরা ৷ আগামীকাল ও পরশুও স্যানিটাইজ়েশন প্রক্রিয়া চালু থাকবে ৷

মালদা, 15 অক্টোবর : কোরোনায় আক্রান্ত কুমারী ৷ আক্রান্ত মঠাধ্যক্ষও ৷ ফলে এবার মালদা রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো হবে না ৷ সেখানে দুর্গাপুজো শুরুর পর এই প্রথম হবে না কুমারী পুজো ৷ আজ একথা জানিয়েছেন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ ৷ শুধু এই দু’জনই নয়, কোরোনা সংক্রমিত মিশনের এক কর্মী ও তাঁর স্ত্রীও ৷ বর্তমানে সবাই হোম আইসোলেশনে রয়েছেন । আজ ইংরেজবাজার পৌরসভার তরফে মিশন চত্বর স্যানিটাইজ় করা হয়েছে ৷

কোরোনা পরিস্থিতির জন্য আগেই হুগলির আঁটপুর, কোচবিহার ও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ তবে কোরোনা সংক্রমণের জন্য এই প্রথম রামকৃষ্ণ মিশনের কোনও শাখায় কুমারী পুজো বন্ধ হয়ে গেল ৷

মালদা রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর হয়েছিল এবারের নির্বাচিত কুমারীর ৷ একইসঙ্গে জ্বরে ভুগছিলেন মঠাধ্যক্ষসহ আশ্রমের এক কর্মী ও তাঁর স্ত্রী ৷ তাঁদের প্রত্যেকের লালারসের নমুনা পরীক্ষা করা হয় ৷ গতকাল প্রত্যেকেরই রিপোর্ট পজ়িটিভ আসে ৷ বিষয়টি জানানো হয় বেলুড় মঠ কর্তৃপক্ষকে ৷ সেখান থেকে এবার কুমারী পুজো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ৷ তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আজ ফোনে স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ বলেন, “এই মুহূর্তে আমি এবং এবারের নির্বাচিত কুমারী কোরোনা আক্রান্ত ৷ বেলুড় মঠের নির্দেশে এবার মালদা মিশনে কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে না ৷ তবে দুর্গাপুজো হবে ৷ সেক্ষেত্রে আরও কিছু সাবধানতা অবলম্বন করা হবে ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মিশনের অন্যদেরও লালারসের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে ৷ বিশেষ করে সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করানোর আবেদন জানাচ্ছি ৷”

এদিকে গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রমের প্রতিটি গেট ৷ কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ আপাতত তিনদিনের জন্য আশ্রম ও মন্দিরে পুন্যার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে ৷ আজ সকাল থেকে মিশন চত্বর স্যানিটাইজ় করেন ইংরেজবাজার পৌরসভার কর্মীরা ৷ আগামীকাল ও পরশুও স্যানিটাইজ়েশন প্রক্রিয়া চালু থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.