ETV Bharat / state

BSNL-র ঠিকাকর্মীদের বকেয়া বেতন 7 দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ - Coronavirus

BSNL-র ঠিকাকর্মীদের তিন মাসের বকেয়া বেতন আগামী সাত দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহ পরে ফের মামলাটির শুনানি হবে।

Kolkata high court
Kolkata high court
author img

By

Published : Jun 26, 2020, 10:07 PM IST

কলকাতা, 26 জুন : আগামী সাতদিনের মধ্যে BSNL-র ঠিকাকর্মীদের বকেয়া তিন মাসের বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আজ বিচারপতি রাজাশেখর মান্থা BSNL কর্তৃপক্ষকে বিনা টালবাহানায় বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন ।

অস্থায়ী ঠিকাকর্মী জামিরুদ্দিন খান বকেয়া বেতনের দাবিতে আদালতে BSNL-র বিরুদ্ধে মামলা করেন । তিনি জানান, ঠিকাদারের মাধ্যমে তাঁরা BSNL-র অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়েছিলেন । বিগত তিন মাস ধরে ঠিকাদার তাঁদের বকেয়া বেতন দিচ্ছে না । বেতন চাইলে ঠিকেদার অস্থায়ী কর্মীদের জানান BSNL কর্তৃপক্ষ কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে টাকা দিচ্ছে না, সমস্ত কর্মীদের বেতন দেওয়া বন্ধ রয়েছে ।

বিচারপতি রাজশেখর মান্থা দুই পক্ষের বক্তব্য শোনার পর BSNL কর্তৃপক্ষকে নির্দেশ দেন, কোনরকম টালবাহানা না করে মামলাকারীদের বকেয়া তিন মাসের বেতনের টাকা আগামী সাত দিনের মধ্যে দিয়ে দিতে। তিন সপ্তাহ পরে মামলাটির ফের শুনানি হবে।

অন্যদিকে BSNL কর্মী সূত্রে জানা গিয়েছে, স্থায়ী কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া এখনও বাকি। স্বেচ্ছা অবসর প্রকল্পের পর বর্তমানে কর্মীসংখ্যা প্রায় অর্ধেক কমে গিয়েছে। এরপরও কর্মচারীরা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। কর্মচারীদের মতে, রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বেতন দেরিতে দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়া BSNL-র প্রায় 50 হাজার চুক্তিভিত্তিক কর্মচারীর এক বছরের বেতন বকেয়া পড়ে রয়েছে। কর্মচারীরা সমগ্র দেশ জুড়ে বেতনের দাবিতে আন্দোলন শুরু চালাচ্ছেন।

কলকাতা, 26 জুন : আগামী সাতদিনের মধ্যে BSNL-র ঠিকাকর্মীদের বকেয়া তিন মাসের বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আজ বিচারপতি রাজাশেখর মান্থা BSNL কর্তৃপক্ষকে বিনা টালবাহানায় বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন ।

অস্থায়ী ঠিকাকর্মী জামিরুদ্দিন খান বকেয়া বেতনের দাবিতে আদালতে BSNL-র বিরুদ্ধে মামলা করেন । তিনি জানান, ঠিকাদারের মাধ্যমে তাঁরা BSNL-র অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়েছিলেন । বিগত তিন মাস ধরে ঠিকাদার তাঁদের বকেয়া বেতন দিচ্ছে না । বেতন চাইলে ঠিকেদার অস্থায়ী কর্মীদের জানান BSNL কর্তৃপক্ষ কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে টাকা দিচ্ছে না, সমস্ত কর্মীদের বেতন দেওয়া বন্ধ রয়েছে ।

বিচারপতি রাজশেখর মান্থা দুই পক্ষের বক্তব্য শোনার পর BSNL কর্তৃপক্ষকে নির্দেশ দেন, কোনরকম টালবাহানা না করে মামলাকারীদের বকেয়া তিন মাসের বেতনের টাকা আগামী সাত দিনের মধ্যে দিয়ে দিতে। তিন সপ্তাহ পরে মামলাটির ফের শুনানি হবে।

অন্যদিকে BSNL কর্মী সূত্রে জানা গিয়েছে, স্থায়ী কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া এখনও বাকি। স্বেচ্ছা অবসর প্রকল্পের পর বর্তমানে কর্মীসংখ্যা প্রায় অর্ধেক কমে গিয়েছে। এরপরও কর্মচারীরা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। কর্মচারীদের মতে, রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বেতন দেরিতে দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়া BSNL-র প্রায় 50 হাজার চুক্তিভিত্তিক কর্মচারীর এক বছরের বেতন বকেয়া পড়ে রয়েছে। কর্মচারীরা সমগ্র দেশ জুড়ে বেতনের দাবিতে আন্দোলন শুরু চালাচ্ছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.