ETV Bharat / state

গ্রাহকদের রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগে সাসপেন্ড বালুরঘাটের ডিলার - Ration

সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকদের রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগে বালুরঘাটের রেশন ডিলারকে সাসপেন্ড করল খাদ্য বিভাগ। এই নিয়ে জেলায় মোট আটজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হল।

Food
Food
author img

By

Published : May 28, 2020, 4:09 PM IST

বালুরঘাট, 28 মে: লকডাউনে গ্রাহকরা পাচ্ছেন না রেশন সামগ্রী। সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকদের রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ ওঠে ডিলারের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করল দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য বিভাগ। গতকাল বালুরঘাট প্রাচ্য ভারতী এলাকার মায়া মহন্ত নামে অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করে খাদ্য বিভাগ। এই নিয়ে জেলায় মোট আটজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হল।

সরকারি নির্দেশের তোয়াক্কা না করেই দুস্থদের রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ উঠেছিল বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী এলাকার রেশন ডিলার মায়া মহন্তের বিরুদ্ধে। অভিযোগ, ই-পজ যন্ত্রে নাম না থাকায় ওই রেশন ডিলার অনেক গ্রাহককে রেশনের সামগ্রী দিতে অস্বীকার করেন। এছাড়াও রেশনে খাদ্য সামগ্রী মজুত থাকার পরও বহু গ্রাহককে ফিরিয়ে দিচ্ছিলেন তিনি। এই নিয়ে গ্রাহকরা বারংবার ডিলারকে বললেও তিনি কোনওরকম কর্ণপাত করেননি। এরপর গ্রাহকরা অভিযোগ দায়ের করেন খাদ্য বিভাগে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য বিভাগ। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এরপরই ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে মোট আটজন রেশন ডিলারকে সাসপেন্ড করল জেলা খাদ্য বিভাগ।

জেলা খাদ্য নিয়ামক জয়ন্ত কুমার রায় জানান, ই-পজ যন্ত্রে রেশন কার্ডের নম্বর দিলেই যাবতীয় তথ্য ফুটে ওঠে। এক্ষেত্রে অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে সেটা দেখায় না। কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী, পরিষ্কারভাবে বলা রয়েছে যে এরকম সমস্যা হলেও গ্রাহকদের ফেরানো যাবে না। নির্দিষ্ট রেশন সামগ্রী গ্রাহককে দিতে হবে। ওই রেশন ডিলারের বিরুদ্ধে সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেন তিনি । দেখা যায় ডিলারের কাছে মালও রয়েছে। তারপরেও তিনি গ্রাহকদের ফিরিয়ে দিয়েছেন। এই কাজ পুরোপুরি নিয়ম বহির্ভূত। এরপরেই ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়।

বালুরঘাট, 28 মে: লকডাউনে গ্রাহকরা পাচ্ছেন না রেশন সামগ্রী। সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকদের রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ ওঠে ডিলারের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করল দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য বিভাগ। গতকাল বালুরঘাট প্রাচ্য ভারতী এলাকার মায়া মহন্ত নামে অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করে খাদ্য বিভাগ। এই নিয়ে জেলায় মোট আটজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হল।

সরকারি নির্দেশের তোয়াক্কা না করেই দুস্থদের রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ উঠেছিল বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী এলাকার রেশন ডিলার মায়া মহন্তের বিরুদ্ধে। অভিযোগ, ই-পজ যন্ত্রে নাম না থাকায় ওই রেশন ডিলার অনেক গ্রাহককে রেশনের সামগ্রী দিতে অস্বীকার করেন। এছাড়াও রেশনে খাদ্য সামগ্রী মজুত থাকার পরও বহু গ্রাহককে ফিরিয়ে দিচ্ছিলেন তিনি। এই নিয়ে গ্রাহকরা বারংবার ডিলারকে বললেও তিনি কোনওরকম কর্ণপাত করেননি। এরপর গ্রাহকরা অভিযোগ দায়ের করেন খাদ্য বিভাগে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য বিভাগ। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এরপরই ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে মোট আটজন রেশন ডিলারকে সাসপেন্ড করল জেলা খাদ্য বিভাগ।

জেলা খাদ্য নিয়ামক জয়ন্ত কুমার রায় জানান, ই-পজ যন্ত্রে রেশন কার্ডের নম্বর দিলেই যাবতীয় তথ্য ফুটে ওঠে। এক্ষেত্রে অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে সেটা দেখায় না। কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী, পরিষ্কারভাবে বলা রয়েছে যে এরকম সমস্যা হলেও গ্রাহকদের ফেরানো যাবে না। নির্দিষ্ট রেশন সামগ্রী গ্রাহককে দিতে হবে। ওই রেশন ডিলারের বিরুদ্ধে সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেন তিনি । দেখা যায় ডিলারের কাছে মালও রয়েছে। তারপরেও তিনি গ্রাহকদের ফিরিয়ে দিয়েছেন। এই কাজ পুরোপুরি নিয়ম বহির্ভূত। এরপরেই ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.