হুগলি 9 নভেম্বর : বিষ্ণু মাল খুনে অভিযুক্ত বিশাল দাসের ফাঁসির দাবিতে বিক্ষোভ চুঁচুড়া আদালতে। আজ আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবি জানায় বিষ্ণুর পরিবার ও প্রতিবেশীরা। বিশালের ছবিতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায় তারা। আজ অভিযুক্তর 14 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
3 নভেম্বর জীবনতলা থানা এলাকায় তিন তৃণমূল কর্মীকে গুলি করে পালাতে গিয়ে গ্রেপ্তার হয় বিশাল ও তার সঙ্গীরা। তারপরই গতকাল চন্দননগর পুলিশ কমিশনারেটে বিশাল দাস ও তার দুই সঙ্গী রথিন সিং, বিপ্লব বিশ্বাসকে নিয়ে আসা হয়। এই গ্রেপ্তারের আগে বিষ্ণু মাল খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিষ্ণুর দেহের সমস্ত টুকরো উদ্ধার করতে পারলেও এখনও পর্যন্ত মাথা উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা।
আরও পড়ুন : প্রেমিকার সঙ্গে সম্পর্ক ! সেই রাগেই চুঁচুড়ার যুবককে খুন অভিযুক্ত বিশালের
প্রসঙ্গত, 10 অক্টোবর চুঁচুড়ার কামারপাড়া এলাকার বাসিন্দা বিষ্ণু মালকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতীরা। তারপর শরীরের বিভিন্ন অংশকে কেটে আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়। শেওড়াফুলি, বৈদ্যবাটি থেকে বিষ্ণু হাত, পা উদ্ধার করে পুলিশ। তবে মাথাটা কোথায় ফেলা হয়েছে তা একমাত্র বিশালকে জিজ্ঞাসাবাদ করেই জানা যাবে বলে অনুমান তদন্তকারীদের। মোট চারটি খুন ও তোলাবাজির অভিযোগ রয়েছে বিশালের বিরুদ্ধে।