ETV Bharat / state

লোকাল ট্রেন চালুর দাবিতে BJP-র অবস্থান বিক্ষোভ জলপাইগুড়িতে - প্রাক্তন যুব সভাপতি শ্যাম প্রসাদ

আজকের অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন BJP-র প্রাক্তন জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী , প্রাক্তন যুব সভাপতি শ্যাম প্রসাদ ও জেলার মহিলা সভানেত্রী টিনা গাঙ্গুলি।

jalpaiguri
jalpaiguri
author img

By

Published : Nov 13, 2020, 11:09 PM IST

জলপাইগুড়ি, 13 নভেম্বর : কলকাতায় লোকাল ট্রেন চালু হলেও এখনও পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু হয়নি জলপাইগুড়ি রুটে। এবার জলপাইগুড়ি রুটে লোকাল ট্রেন পরিষেবা চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ BJP-র। আজ জলপাইগুড়িতে BJP-র DBC রোডের পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন BJP কর্মী-সমর্থকেরা।

BJP-র এক কর্মী বলেন, হলদিবাড়ি থেকে NJP পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু সহ একাধিক দাবিতে আমাদের আজকের এই অবস্থান বিক্ষোভ। আজকের অবস্থান বিক্ষোভে সামিল হন BJP-র টাউন মণ্ডল 1 ও 2 নম্বর শাখার কর্মীরা। অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন প্রাক্তন জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী , প্রাক্তন যুব সভাপতি শ্যাম প্রসাদ ও জেলার মহিলা সভানেত্রী টিনা গাঙ্গুলি।

উত্তরবঙ্গে লোকাল ট্রেন এখনও পর্যন্ত না চালু হওয়ার জন্য রাজ্যের শাসকদলকেই দায়ি করেছেন প্রাক্তন যুব সভাপতি শ্যাম প্রসাদ। তাঁর অভিযোগ, কলকাতায় রাজ্য সরকার লোকাল ট্রেন চালানোর অনুমতি দিলেও NJP থেকে জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি রুটে এমন কী বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেন চালানোর অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। যার ফলে সমস্যায় পরেছেন সেখানকার সাধারণ মানুষ। পাশাপাশি তিনি প্রশ্ন করেন, কলকাতায় লোকাল ট্রেন চলছে তাতে যখন কোনও সমস্যা নেই তাহলে উত্তরবঙ্গে লোকাল ট্রেন রেলমন্ত্রক চালাতে চাইলেও রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না কেন।

জলপাইগুড়ি, 13 নভেম্বর : কলকাতায় লোকাল ট্রেন চালু হলেও এখনও পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু হয়নি জলপাইগুড়ি রুটে। এবার জলপাইগুড়ি রুটে লোকাল ট্রেন পরিষেবা চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ BJP-র। আজ জলপাইগুড়িতে BJP-র DBC রোডের পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন BJP কর্মী-সমর্থকেরা।

BJP-র এক কর্মী বলেন, হলদিবাড়ি থেকে NJP পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু সহ একাধিক দাবিতে আমাদের আজকের এই অবস্থান বিক্ষোভ। আজকের অবস্থান বিক্ষোভে সামিল হন BJP-র টাউন মণ্ডল 1 ও 2 নম্বর শাখার কর্মীরা। অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন প্রাক্তন জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী , প্রাক্তন যুব সভাপতি শ্যাম প্রসাদ ও জেলার মহিলা সভানেত্রী টিনা গাঙ্গুলি।

উত্তরবঙ্গে লোকাল ট্রেন এখনও পর্যন্ত না চালু হওয়ার জন্য রাজ্যের শাসকদলকেই দায়ি করেছেন প্রাক্তন যুব সভাপতি শ্যাম প্রসাদ। তাঁর অভিযোগ, কলকাতায় রাজ্য সরকার লোকাল ট্রেন চালানোর অনুমতি দিলেও NJP থেকে জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি রুটে এমন কী বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেন চালানোর অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। যার ফলে সমস্যায় পরেছেন সেখানকার সাধারণ মানুষ। পাশাপাশি তিনি প্রশ্ন করেন, কলকাতায় লোকাল ট্রেন চলছে তাতে যখন কোনও সমস্যা নেই তাহলে উত্তরবঙ্গে লোকাল ট্রেন রেলমন্ত্রক চালাতে চাইলেও রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না কেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.