ETV Bharat / state

কাটোয়া-আজিমগঞ্জ শাখায় লোকাল ট্রেন চালাতে রেলমন্ত্রীকে চিঠি অধীরের

আগেই রাজ্য়ে লোকাল ট্রেন চালু করার আবেদন করেছিলেন। এবার লালগোলা-শিয়ালদা শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি অধীর চৌধুরির।

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury
author img

By

Published : Nov 12, 2020, 10:24 PM IST

Updated : Nov 13, 2020, 7:56 AM IST

মুর্শিদাবাদ, 12 নভেম্বর : রাজ্যে লোকাল ট্রেল চালু হলেও কাটোয়া-আজিমগঞ্জ শাখায় এখনও চালু হয়নি লোকাল ট্রেন। পাশাপাশি লালগোলা-শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ শাখায় ট্রেনের ঘাটতি মেটাতে এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। চিঠিতে লালগোলা-শিয়ালদা শাখায় বাড়তি ট্রেনের দাবিও জানান তিনি।

মুর্শিদাবাদ জেলার সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য ভাগীরথীর দুই পাড়ে দুটি শাখায় ট্রেন চলে। গতকাল থেকে লালগোলা-শিয়ালদা শাখায় মাত্র দু'জোড়া ট্রেন দেওয়া হয়েছে। যাত্রীর সাপেক্ষে দু'জোড়া ট্রেন যথেষ্ট কম বলেই দাবি করছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে লালগোলা-শিয়ালদা শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন অধীর চৌধুরি। পাশাপাশি আজিমগঞ্জ-কাটোয়া শাখায় এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালু হয়নি সেই বিষয়টিও চিঠিতে মন্ত্রীকে জানান তিনি।

অধীরবাবুর অভিযোগ, শিয়ালদা-নিউ আলুপুরদুয়ার শাখার ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন সালারে থামছে না। যার ফলে চরম বিপাকে পড়ছেন কান্দি মহকুমা যাত্রীরা। ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের যাতে সালারে স্টেশনে স্টপেজ দেওয়া হয় সেই আবেদনও জানান তিনি।

মুর্শিদাবাদ, 12 নভেম্বর : রাজ্যে লোকাল ট্রেল চালু হলেও কাটোয়া-আজিমগঞ্জ শাখায় এখনও চালু হয়নি লোকাল ট্রেন। পাশাপাশি লালগোলা-শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ শাখায় ট্রেনের ঘাটতি মেটাতে এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। চিঠিতে লালগোলা-শিয়ালদা শাখায় বাড়তি ট্রেনের দাবিও জানান তিনি।

মুর্শিদাবাদ জেলার সঙ্গে কলকাতার যোগাযোগের জন্য ভাগীরথীর দুই পাড়ে দুটি শাখায় ট্রেন চলে। গতকাল থেকে লালগোলা-শিয়ালদা শাখায় মাত্র দু'জোড়া ট্রেন দেওয়া হয়েছে। যাত্রীর সাপেক্ষে দু'জোড়া ট্রেন যথেষ্ট কম বলেই দাবি করছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে লালগোলা-শিয়ালদা শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন অধীর চৌধুরি। পাশাপাশি আজিমগঞ্জ-কাটোয়া শাখায় এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালু হয়নি সেই বিষয়টিও চিঠিতে মন্ত্রীকে জানান তিনি।

অধীরবাবুর অভিযোগ, শিয়ালদা-নিউ আলুপুরদুয়ার শাখার ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন সালারে থামছে না। যার ফলে চরম বিপাকে পড়ছেন কান্দি মহকুমা যাত্রীরা। ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের যাতে সালারে স্টেশনে স্টপেজ দেওয়া হয় সেই আবেদনও জানান তিনি।

Last Updated : Nov 13, 2020, 7:56 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.