ETV Bharat / state

এক ধাক্কায় 44, মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা 200-র গণ্ডি পেরলো - মালদা কোরোনা

মালদায় আরও 44 জনের শরীরে মিলল কোরোনার খোঁজ । জেলায় এই মূহুর্তে সংখ্যাটা 202 ছাড়ালো । তবে আক্রান্তদের মধ্যে এখনও কারোর মৃত্যু হয়নি ৷

ছবি
ছবি
author img

By

Published : Jun 5, 2020, 12:36 PM IST

মালদা, 5 জুন : এক ধাক্কায় জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ল 44 ৷ সব মিলিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা 202 ৷ তবে সংক্রমিতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে জেলা স্বাস্থ্য বিভাগ ৷ যদিও আক্রান্তদের মধ্যে এখনও কারোর মৃত্যু হয়নি ৷ চিকিৎসাধীন আক্রান্তরাও দ্রুত সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে ৷

গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে মোট 603টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল রাত সাড়ে 11টা পর্যন্ত সেই নমুনায় 55টি পজ়িটিভ কেস ধরা পড়েছে ৷ এর মধ্যে 44টিই মালদা জেলার ৷ গতকাল রাত 10টা পর্যন্ত সেখানে নমুনা এসেছে 171টি ৷ এখনও 830 নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ তবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হলেও এখনও মেডিকেলে ব্যাকলগের সংখ্যা 662 ৷ মেডিকেল কর্তৃপক্ষ ব্যাকলগের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সবরকম চেষ্টা চালাচ্ছে ৷ এখনও পর্যন্ত এখানে মোট 19 হাজার 24টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তার মধ্যে 353টি নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷

গতকাল যে 55টি লালারসের নমুনা কোরোনা পজ়িটিভ হয়েছে, তার মধ্যে 44টিই মালদা জেলার বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ ৷ এর মধ্যে ইংরেজবাজার ব্লকেরই 17 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ এছাড়া গাজোল ব্লকে 15, মানিকচক ব্লকে তিন, কালিয়াচক 2 ও রতুয়া 2 ব্লকে দু’জন করে সংক্রমিত রয়েছে ৷ একজন করে সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে চাঁচল 1, চাঁচল 2, হবিবপুর, হরিশ্চন্দ্রপুর 2 ও রতুয়া 1 ব্লকে ৷ এরা প্রত্যেকে ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিক ৷ আক্রান্তদের প্রত্যেকেরই খোঁজ পেয়েছে প্রশাসন ৷ এদের মধ্যে অধিকাংশই ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে রয়েছে বলেও জানা গেছে ৷ তবে কয়েকজনের জেলায় ফেরা ইতিমধ্যেই 10 দিন পেরিয়ে গিয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে ৷ ICMR-এর গাইডলাইন অনুযায়ী তাঁদের এই পরিস্থিতিতে হোম কোয়ারানটিনে রেখে চিকিৎসা চালানোর কথা ৷ যদিও এক্ষেত্রে জেলা প্রশাসন কী পদক্ষেপ নেবে, তা এখনও জানা যায়নি ৷

মালদা, 5 জুন : এক ধাক্কায় জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ল 44 ৷ সব মিলিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা 202 ৷ তবে সংক্রমিতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে জেলা স্বাস্থ্য বিভাগ ৷ যদিও আক্রান্তদের মধ্যে এখনও কারোর মৃত্যু হয়নি ৷ চিকিৎসাধীন আক্রান্তরাও দ্রুত সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে ৷

গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে মোট 603টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল রাত সাড়ে 11টা পর্যন্ত সেই নমুনায় 55টি পজ়িটিভ কেস ধরা পড়েছে ৷ এর মধ্যে 44টিই মালদা জেলার ৷ গতকাল রাত 10টা পর্যন্ত সেখানে নমুনা এসেছে 171টি ৷ এখনও 830 নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ তবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হলেও এখনও মেডিকেলে ব্যাকলগের সংখ্যা 662 ৷ মেডিকেল কর্তৃপক্ষ ব্যাকলগের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সবরকম চেষ্টা চালাচ্ছে ৷ এখনও পর্যন্ত এখানে মোট 19 হাজার 24টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তার মধ্যে 353টি নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷

গতকাল যে 55টি লালারসের নমুনা কোরোনা পজ়িটিভ হয়েছে, তার মধ্যে 44টিই মালদা জেলার বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ ৷ এর মধ্যে ইংরেজবাজার ব্লকেরই 17 জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ এছাড়া গাজোল ব্লকে 15, মানিকচক ব্লকে তিন, কালিয়াচক 2 ও রতুয়া 2 ব্লকে দু’জন করে সংক্রমিত রয়েছে ৷ একজন করে সংক্রমিতের খোঁজ পাওয়া গিয়েছে চাঁচল 1, চাঁচল 2, হবিবপুর, হরিশ্চন্দ্রপুর 2 ও রতুয়া 1 ব্লকে ৷ এরা প্রত্যেকে ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিক ৷ আক্রান্তদের প্রত্যেকেরই খোঁজ পেয়েছে প্রশাসন ৷ এদের মধ্যে অধিকাংশই ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে রয়েছে বলেও জানা গেছে ৷ তবে কয়েকজনের জেলায় ফেরা ইতিমধ্যেই 10 দিন পেরিয়ে গিয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে ৷ ICMR-এর গাইডলাইন অনুযায়ী তাঁদের এই পরিস্থিতিতে হোম কোয়ারানটিনে রেখে চিকিৎসা চালানোর কথা ৷ যদিও এক্ষেত্রে জেলা প্রশাসন কী পদক্ষেপ নেবে, তা এখনও জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.