বংশীহারী, 11 নভেম্বর : গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ। গ্রেপ্তার দুই যুবকের নাম আবদুল সালাম মিঞা ও প্রসেনজিৎ বসু। উভয় যুবক কুমারগঞ্জ এলাকার বাসিন্দা । খবর পেয়ে গতকাল রাতে বংশীহারী থানার পুলিশ শিবপুর এলাকায় অভিযান চালায়। তখনই একটি চারচাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় 4 বস্তা গাঁজা। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই যুবককে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 40 কেজি 500 গ্রাম। তদন্তকারীদের অনুমান, পাচারের উদ্দেশ্যে ওই পরিমাণ গাঁজা মজুত করা হয়েছিল ।
উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আড়াই লাখ টাকা। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, সম্ভবত পাচারের উদ্দেশ্যে গাঁজা মজুত করেছিল মাদককারবারিরা। গ্রেপ্তার হওয়ায় দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে , শিলিগুড়ি থেকে মালদা নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। তবে এই পাচারের সঙ্গে আরও কারো যোগ রয়েছে কি না তা কতিয়ে দেখছে পুলিশ।
এর আগে জেলার বিভিন্ন জায়গা থেকে পাচারের আগে বাজেয়াপ্ত করা হয়েছে ব্রাউন সুগার নিষিদ্ধ কফ সিরাপ। গ্রেপ্তার করা হয়েছে একাধিক পাচারকারীকে।