ETV Bharat / state

কোচবিহারে একদিনে কোরোনায় আক্রান্ত 32, আতঙ্ক জেলাজুড়ে - Corona

কোচবিহারে প্রথমে 2 জন কোরোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলায় জেলাকে গ্রিন জো়ন হিসাবে চিহ্নিত করা হয়েছিল । কিন্তু গতকাল এক ধাক্কায় 32 জনের রিপোর্ট পজ়িটিভ আসায় জেলাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক ।

photo
photo
author img

By

Published : May 30, 2020, 3:16 PM IST

কোচবিহার, 30 মে : গ্রিন জো়ন কোচবিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় 32 হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে । আক্রান্তদের অধিকাংশই দিনহাটা মহকুমার বাসিন্দা বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর । যদিও গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগের কর্তারা । এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 34।

এদিকে এই ঘটনার পরই কোচবিহারকে রেড জ়োন হিসেবে ঘোষণা করা হতে পারে বলে অনেকেরই আশঙ্কা । প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, এতদিন পর্যন্ত কোচবিহার জেলায় 2 জন কোরোনা পজ়িটিভ রোগীর সন্ধান মিলেছিল । এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় কোচবিহারে আনা হয়েছিল । তাঁর নমুনা পরীক্ষা করে পজ়িটিভ রিপোর্ট আসে । পরবর্তীতে তাঁর বাবার রিপোর্টও পজ়িটিভ আসে। তিনি বর্তমানে শিলিগুড়ির কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গত 22 মে কোচবিহার থেকে 32 জনের নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল । গতকাল রাতে তাঁদের প্রত্যেকের রিপোর্ট পজ়িটিভ আসে । আক্রান্তদের মধ্যে একজন মহিলা । এদিকে এই ঘটনা জানাজানি হতেই দিনহাটা মহকুমার হিমঘর এলাকার কোয়ারানটিন সেন্টারকে স্যানিটাইজ় করার তৎপরতা শুরু হয় । কারণ অধিকাংশ আক্রান্তরাই বাইরে থেকে এসে এই সেন্টারে ছিলেন । দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “ দিনহাটায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে বলে খবর পাচ্ছি । সবাইকে সাবধানে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।"

কোচবিহার, 30 মে : গ্রিন জো়ন কোচবিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় 32 হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে । আক্রান্তদের অধিকাংশই দিনহাটা মহকুমার বাসিন্দা বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর । যদিও গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগের কর্তারা । এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 34।

এদিকে এই ঘটনার পরই কোচবিহারকে রেড জ়োন হিসেবে ঘোষণা করা হতে পারে বলে অনেকেরই আশঙ্কা । প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, এতদিন পর্যন্ত কোচবিহার জেলায় 2 জন কোরোনা পজ়িটিভ রোগীর সন্ধান মিলেছিল । এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় কোচবিহারে আনা হয়েছিল । তাঁর নমুনা পরীক্ষা করে পজ়িটিভ রিপোর্ট আসে । পরবর্তীতে তাঁর বাবার রিপোর্টও পজ়িটিভ আসে। তিনি বর্তমানে শিলিগুড়ির কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গত 22 মে কোচবিহার থেকে 32 জনের নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল । গতকাল রাতে তাঁদের প্রত্যেকের রিপোর্ট পজ়িটিভ আসে । আক্রান্তদের মধ্যে একজন মহিলা । এদিকে এই ঘটনা জানাজানি হতেই দিনহাটা মহকুমার হিমঘর এলাকার কোয়ারানটিন সেন্টারকে স্যানিটাইজ় করার তৎপরতা শুরু হয় । কারণ অধিকাংশ আক্রান্তরাই বাইরে থেকে এসে এই সেন্টারে ছিলেন । দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “ দিনহাটায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে বলে খবর পাচ্ছি । সবাইকে সাবধানে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.