ETV Bharat / state

রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও চুরির অভিযোগে গ্রেপ্তার ২ - নেটওয়ার্কিং সিস্টেম

WBUTTEPA তথা রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের পুরো নেটওয়ার্কিং সিস্টেম অচল হয়ে গেছে। কিন্তু, আমরা B.Ed এবং M.Ed-এর ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করতে চাই যে, ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী 1 থেকে 9 অক্টোবরেই পরীক্ষা হবে।"

 B.Ed বিশ্ববিদ্যালয়ে চুরির ঘটনায় গ্রেপ্তার ২
B.Ed বিশ্ববিদ্যালয়ে চুরির ঘটনায় গ্রেপ্তার ২
author img

By

Published : Sep 13, 2020, 9:45 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: শনিবার বালিগঞ্জের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের (WBUTTEPA) ক্যাম্পাসে ভাঙচুর ও চুরির অভিযোগে আজ দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। কিছু দুষ্কৃতী উদ্দেশ্যপ্রণোদিতভাবে 1অক্টোবর থেকে প্রস্তাবিত অনলাইন পরীক্ষা ব্যবস্থাকে নষ্ট করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে WBUTTEPA কর্তৃপক্ষ। আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ঘোষিত নির্ঘন্ট অনুযায়ীই হবে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা।

WBUTTEPA তথা রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের পুরো নেটওয়ার্কিং সিস্টেম অচল হয়ে গেছে। কিন্তু, আমরা B.Ed এবং M.Ed-এর ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করতে চাই যে, ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী 1 থেকে 9 অক্টোবরেই পরীক্ষা হবে।"

গতকাল সকালেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর ও IT-র বিভিন্ন যন্ত্রাদি সহ বহু মূল্যবান জিনিস চুরির ঘটনা সামনে আসে। বিভিন্ন জিনিসপত্র চুরির পাশাপাশি CCTV-র সমস্ত তার ছিঁড়ে ফেলা হয়েছিল। আজ কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্বস্তসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্বজিৎ মণ্ডল এবং মেঘনাদ মণ্ডল নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 24 বছর বয়সী বিশ্বজিৎ মণ্ডল ও 22 বছর বয়সী মেঘনাদ মণ্ডল দুই জনেই 39বি বেলতলা রোডে অবস্থিত পেয়ারা বাগান বস্তির বাসিন্দা। তাঁদের আস্তানা থেকে বিপুল পরিমাণ চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে।

এই চুরি ও ভাঙচুরের ঘটনায় কত ক্ষতি হয়েছে তার হিসেব করা দ্রুত শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, প্রাথমিকভাবে তা বেশ কয়েক লাখ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ডেস্কটপ, তার, রাউটার, এয়ার কন্ডিশনারের মতো সার্ভার রুমের সব যন্ত্র ভাঙচুর করা হয়েছে। CCTV-র পাশাপাশি প্রজেক্টর থাকা ক্লাসরুমও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও এয়ার কন্ডিশনার বাদ দেওয়া হয়নি। ওই আধিকারিক বলেন, "বহু যন্ত্র এখানে ওখানে ভাঙা অবস্থায় পড়েছিল। এর থেকে এটা প্রমাণিত যে, এটা নিতান্তই চুরির ঘটনা নয়।" পরীক্ষা ব্যবস্থাকে বানচাল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে বলে মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে।

কলকাতা, 13 সেপ্টেম্বর: শনিবার বালিগঞ্জের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের (WBUTTEPA) ক্যাম্পাসে ভাঙচুর ও চুরির অভিযোগে আজ দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। কিছু দুষ্কৃতী উদ্দেশ্যপ্রণোদিতভাবে 1অক্টোবর থেকে প্রস্তাবিত অনলাইন পরীক্ষা ব্যবস্থাকে নষ্ট করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে WBUTTEPA কর্তৃপক্ষ। আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ঘোষিত নির্ঘন্ট অনুযায়ীই হবে চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা।

WBUTTEPA তথা রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের পুরো নেটওয়ার্কিং সিস্টেম অচল হয়ে গেছে। কিন্তু, আমরা B.Ed এবং M.Ed-এর ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করতে চাই যে, ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী 1 থেকে 9 অক্টোবরেই পরীক্ষা হবে।"

গতকাল সকালেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর ও IT-র বিভিন্ন যন্ত্রাদি সহ বহু মূল্যবান জিনিস চুরির ঘটনা সামনে আসে। বিভিন্ন জিনিসপত্র চুরির পাশাপাশি CCTV-র সমস্ত তার ছিঁড়ে ফেলা হয়েছিল। আজ কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্বস্তসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্বজিৎ মণ্ডল এবং মেঘনাদ মণ্ডল নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 24 বছর বয়সী বিশ্বজিৎ মণ্ডল ও 22 বছর বয়সী মেঘনাদ মণ্ডল দুই জনেই 39বি বেলতলা রোডে অবস্থিত পেয়ারা বাগান বস্তির বাসিন্দা। তাঁদের আস্তানা থেকে বিপুল পরিমাণ চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে।

এই চুরি ও ভাঙচুরের ঘটনায় কত ক্ষতি হয়েছে তার হিসেব করা দ্রুত শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, প্রাথমিকভাবে তা বেশ কয়েক লাখ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ডেস্কটপ, তার, রাউটার, এয়ার কন্ডিশনারের মতো সার্ভার রুমের সব যন্ত্র ভাঙচুর করা হয়েছে। CCTV-র পাশাপাশি প্রজেক্টর থাকা ক্লাসরুমও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও এয়ার কন্ডিশনার বাদ দেওয়া হয়নি। ওই আধিকারিক বলেন, "বহু যন্ত্র এখানে ওখানে ভাঙা অবস্থায় পড়েছিল। এর থেকে এটা প্রমাণিত যে, এটা নিতান্তই চুরির ঘটনা নয়।" পরীক্ষা ব্যবস্থাকে বানচাল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে বলে মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.