বহরমপুর, 7 জুলাই : বহরমপুরে BJP-তে যোগ দিলেন প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী । তাঁরা বহরমপুর পৌরসভা এলাকার বাসিন্দা ।
BJP-র দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সদর কার্যালয়ে যোগদান পর্ব অনুষ্ঠিত হয় । দলে দোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ । তিনি বলেন, “তৃণমূলের সন্ত্রাস থেকে মুক্তি পেতে সবাই দলে যোগদান করছে । নরেন্দ্র মোদির হাত শক্ত করতে দলে দলে আসছে । সুশাসনের জন্য আজ বহরমপুরের মানুষ BJP-তে যোগদান করতে চাইছে ।”
BJP-তে যোগদানকারীদের বক্তব্য, "তৃণমূলের সন্ত্রাস থেকে দলের কর্মীরাও রেহাই পাচ্ছে না । দলের প্রতি একপ্রকার বীতশ্রদ্ধ হয়েই আমরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছি । আমরা ভালোভাবে কাজ করতে চাই । মানুষের পাশে দাঁড়াতে চাই । তাই BJP-তে যোগ দিলাম ।”
মুর্শিদাবাদ জেলায় ভিন্ন দল থেকে BJP-তে যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে । বিশেষ করে তৃণমূলের কর্মীরা দফায় দফায় BJP-তে যোগ দিচ্ছেন ।