পুরুলিয়া, 22 এপ্রিল: বিচ্ছেদ হওয়ার পর ফের সম্পর্ক স্থাপন করার জন্য চাপ ৷ অন্যথায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গ্রেফতার অভিযুক্ত ৷ পাশাপাশি যুবতিকে কুরুচিকর মন্তব্যেরও অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে ৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বাঁকুড়ার ইন্দপুর থেকে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ । শনিবার ওই যুবককে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন অভিযুক্তকে ।
পুরুলিয়া সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলার হুড়া থানা এলাকার এক যুবতির সঙ্গে বাঁকুড়ার ওই যুবকের সামাজিক মাধ্যমে আলাপ হয়। বছর তিনেকের প্রণয়ের সম্পর্ক ছিল দু’জনের। কিন্তু বছর খানেক আগে তাদের দু‘জনের বিচ্ছেদ হয়ে যায়। তবে সম্পর্ক থাকাকালীন বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি যুবকের কাছে রয়েছে বলে দাবি নির্যাতিতার বাবার । সম্প্রতি তা দেখিয়েই অভিযুক্ত যুবক তাঁর মেয়েকে পুনরায় সম্পর্ক স্থাপন করার জন্য চাপ দিতে থাকে বলে দাবি করেন তিনি ৷ এমনকী ওই যুবক সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁর মেয়ের সম্পর্কে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করে । সম্পর্কস্থাপনে রাজি না-হলে ওই ছবিগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেন নির্যাতিতার বাবার । এমনকী নির্যাতিতার মায়ের মোবাইলেও সেই ছবি পাঠায় অভিযুক্ত ৷
আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস, আত্মহত্যা যুবকের, দোষারোপ বন্ধুদের
এরপরই পুরুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা ৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতকে নিজের হেফাজতে নিয়ে জেরা করেছে পুলিশ ৷ সামাজিক মাধ্যমে বন্ধুত্ব তৈরি করার বিষয়ে আরও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তারা ৷ পাশাপাশি সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কারোর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা যে অপরাধ তাও উল্লেখ করেন ৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও সাবধান থাকার পরামর্শ দিয়েছেন সাইবার ক্রাইম থানার পুলিশ ৷