ETV Bharat / state

Bank Robbery: এমারজেন্সি অ্যালার্ম বাজতেই ধাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টায় গ্রেফতার যুবক

অত্যাধুনিক ভল্ট কাটার নিয়ে ডাকাতি করতে ঢুকেও বেরিয়ে গেল যুবক ৷ ব্যাংকে ঢোকা মাত্রই এমারজেন্সি অ্যালার্ম বেজে ওঠার পরই পালিয়ে যায় সে ৷ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Etv Bharat
ডাকাতির সিসিটিভি ফুটেজ ও উদ্ধার হওয়া সরঞ্জাম
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 7:33 AM IST

পুরুলিয়া, 5 সেপ্টেম্বর: গয়নার শো-রুমে ডাকাতির সাতদিন পেরোতে না পেরোতেই ফের ডাকাতির চেষ্টা পুরুলিয়া শহরে ৷ এবার একেবারে ফিল্মি কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ছক । যদিও অ্যালার্মের আওয়াজ শুনে ব্যাংক থেকে বেরিয়ে যায় দুষ্কৃতী ৷ জানা গিয়েছে, অনলাইনে অত্যাধুনিক সরঞ্জাম কিনে একাই ডাকাতি করতে ব্যাংকের দরজা কেটে প্রবেশ করে ভিতরে ঢোকে ওই দুষ্কৃতী । এরপর ব্যাংকের ভিতরে থাকা এমারজেন্সি অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি ব্যাংক থেকে বেরিয়ে যায় সে ৷

ব্যাংকের ভিতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুরুলিয়ার হুড়া থানা এলাকার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম সামির আনসারি । বাড়ি পুরুলিয়া হুড়া থানার দুমদুমি গ্রামে । তবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ এই যুবকের ডাকাতির ছক দেখে চিন্তিত পুলিশ প্রশাসন ৷ ব্য়াংকে ডাকাতির ঘটনাটি শনিবার রাতে ঘটলেও সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।

জানা গিয়েছে, বিগত শনিবার রাত 8টা 50 মিনিট নাগাদ পুরুলিয়া-বাঁকুড়া 60-A জাতীয় সড়কের উপর হুড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয় । তবে ব্যাংকের এমারজেন্সি অ্যালার্ম বেজে উঠতেই পালিয়ে যায় ওই দুষ্কৃতী । খবর পাওয়া মাত্রই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয় । সেখান থেকে উদ্ধার হয় একটি ব্যাগ, অত্যাধুনিক ভল্ট কাটার ও তার । ব্যাংকের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিশ । তারপরই তাকে গ্রেফতার করা হয় ৷

29 সেপ্টেম্বর পুরুলিয়ার নামোপাড়া এলাকায় খরিদ্দার সেজে গয়না সংস্থার শো-রুমে লুটপাঠ চালায় 7 জন দুষ্কৃতী ৷ নিরাপত্তারক্ষী ও কর্মীদের বেঁধে রেখে কয়েক কোটি টাকার সোনা ও হিরের গয়না নিয়ে চম্পট দেয় তারা ৷ এই ডাকাতি সপ্তাহ না গড়াতেই ফের ব্যাংকে ডাকাতির চেষ্টা ৷

আরও পড়ুন : দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

পুরুলিয়া, 5 সেপ্টেম্বর: গয়নার শো-রুমে ডাকাতির সাতদিন পেরোতে না পেরোতেই ফের ডাকাতির চেষ্টা পুরুলিয়া শহরে ৷ এবার একেবারে ফিল্মি কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ছক । যদিও অ্যালার্মের আওয়াজ শুনে ব্যাংক থেকে বেরিয়ে যায় দুষ্কৃতী ৷ জানা গিয়েছে, অনলাইনে অত্যাধুনিক সরঞ্জাম কিনে একাই ডাকাতি করতে ব্যাংকের দরজা কেটে প্রবেশ করে ভিতরে ঢোকে ওই দুষ্কৃতী । এরপর ব্যাংকের ভিতরে থাকা এমারজেন্সি অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি ব্যাংক থেকে বেরিয়ে যায় সে ৷

ব্যাংকের ভিতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুরুলিয়ার হুড়া থানা এলাকার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম সামির আনসারি । বাড়ি পুরুলিয়া হুড়া থানার দুমদুমি গ্রামে । তবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ এই যুবকের ডাকাতির ছক দেখে চিন্তিত পুলিশ প্রশাসন ৷ ব্য়াংকে ডাকাতির ঘটনাটি শনিবার রাতে ঘটলেও সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।

জানা গিয়েছে, বিগত শনিবার রাত 8টা 50 মিনিট নাগাদ পুরুলিয়া-বাঁকুড়া 60-A জাতীয় সড়কের উপর হুড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয় । তবে ব্যাংকের এমারজেন্সি অ্যালার্ম বেজে উঠতেই পালিয়ে যায় ওই দুষ্কৃতী । খবর পাওয়া মাত্রই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয় । সেখান থেকে উদ্ধার হয় একটি ব্যাগ, অত্যাধুনিক ভল্ট কাটার ও তার । ব্যাংকের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিশ । তারপরই তাকে গ্রেফতার করা হয় ৷

29 সেপ্টেম্বর পুরুলিয়ার নামোপাড়া এলাকায় খরিদ্দার সেজে গয়না সংস্থার শো-রুমে লুটপাঠ চালায় 7 জন দুষ্কৃতী ৷ নিরাপত্তারক্ষী ও কর্মীদের বেঁধে রেখে কয়েক কোটি টাকার সোনা ও হিরের গয়না নিয়ে চম্পট দেয় তারা ৷ এই ডাকাতি সপ্তাহ না গড়াতেই ফের ব্যাংকে ডাকাতির চেষ্টা ৷

আরও পড়ুন : দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.