ETV Bharat / state

স্টেশনে সন্তান প্রসব, হাসপাতালে পাঠাল RPF - purulia

RPF কর্মীদের সহায়তায় স্টেশনেই সন্তান প্রসব করলেন এক মহিলা।

মুস্কান কেরকেটা
author img

By

Published : Mar 9, 2019, 2:27 PM IST

পুরুলিয়া, ৯ মার্চ : RPF কর্মীদের সহায়তায় স্টেশনেই সন্তান প্রসব করলেন এক মহিলা। ঘটনাটি পুরুলিয়া স্টেশনের। সন্তান ও মা দু'জনেই এখন সুস্থ আছে।

৭ মার্চ অভিরাম কেরকেটা তাঁর সন্তানসম্ভবা স্ত্রী মুস্কানকে নিয়ে ট্রেনে চেপে অসমের ডিব্রুগড়ে যাচ্ছিলেন। আজ সকাল ৬টা নাগাদ ট্রেনটি পুরুলিয়ায় ঢোকার সময় মুস্কানের প্রসব যন্ত্রণা শুরু হয়। পুরুলিয়া স্টেশনে ট্রেন পৌঁছাতেই খবর দেওয়া হয় RPF-কে। RPF ও GRP-র সহায়তায় মুস্কানকে স্টেশনে নামিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেন মুস্কান। RPF-এর কর্মীরা তাঁকে কাপড় দিয়ে ঘিরে রাখেন।

এরপর মা ও সদ্যোজাত শিশুকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

পুরুলিয়া, ৯ মার্চ : RPF কর্মীদের সহায়তায় স্টেশনেই সন্তান প্রসব করলেন এক মহিলা। ঘটনাটি পুরুলিয়া স্টেশনের। সন্তান ও মা দু'জনেই এখন সুস্থ আছে।

৭ মার্চ অভিরাম কেরকেটা তাঁর সন্তানসম্ভবা স্ত্রী মুস্কানকে নিয়ে ট্রেনে চেপে অসমের ডিব্রুগড়ে যাচ্ছিলেন। আজ সকাল ৬টা নাগাদ ট্রেনটি পুরুলিয়ায় ঢোকার সময় মুস্কানের প্রসব যন্ত্রণা শুরু হয়। পুরুলিয়া স্টেশনে ট্রেন পৌঁছাতেই খবর দেওয়া হয় RPF-কে। RPF ও GRP-র সহায়তায় মুস্কানকে স্টেশনে নামিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেন মুস্কান। RPF-এর কর্মীরা তাঁকে কাপড় দিয়ে ঘিরে রাখেন।

এরপর মা ও সদ্যোজাত শিশুকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.