পুরুলিয়া, 14 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বকে উপেক্ষা করেই উদযাপন হল দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান ৷ গায়ে গা ঘেঁষে উদ্বোধন করা হল দলীয় কার্যালয় ৷ পতাকা উত্তোলন থেকে শুরু করে ফিতে কাটায় দেখা গেল ভিড় ৷ মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানলেন না তৃণমূলের কর্মীরা ৷ এমনই ছবি ধরা পড়ল গতকাল পুরুলিয়া শহরের দুলমিতে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ৷
উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নবেন্দু মাহালী বলেন, "অনুষ্ঠানে পদাধিকারী নেতা মন্ত্রী ছাড়া কোনও কর্মীদের আহ্বান জানান হয়নি ৷ কিন্তু দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের কথা জানতে পেরেই প্রচুর কর্মী উৎসাহিত হয়ে অনুষ্ঠানে যোগদান করে ৷ তবে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক পরে অনুষ্ঠানে যোগ দেন তাঁরা ৷ পাশাপাশি সকলের হাতে স্যানিটাইজও করা হয়েছে ৷"
জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী অনুষ্ঠানের বিষয়ে মন্তব্য করেন, "যাঁরা রাজ্যে শাসন করছে তাঁরাই এই স্বাস্থ্য বিধি মানছেন না ৷ সাধারণ মানুষ কী মানবে !" পুরুলিয়া জেলাজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ অন্যান্য ব্লকের তুলনায় পুরুলিয়া শহরে কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ তারই মাঝে চলছে রাজনৈতিক দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সন্ধ্যারানি টুডু-সহ জেলার তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা ৷ জড়ো হয়েছিল পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থক ৷