পুরুলিয়া, 12 মার্চ : পুরুলিয়া জেলার তিনটি পৌরসভার চেয়ারম্যান পদে কে আসীন হবেন তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে জেলাজুড়ে । নজরে রয়েছে পুরুলিয়া, ঝালদা এবং রঘুনাথপুর পৌরসভা ৷
প্রথমেই আসি পুরুলিয়া পৌরসভার কথায় (Chairman Of Purulia Municipality)। এখানে পৌরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নবেন্দু মাহালি । কারণ, তিনি নির্বাচনের আগে পৌরপ্রশাসকের দায়িত্ব পালনে নজর কেড়েছেন জেলাবাসীর । এছাড়াও পৌরভোটে তিনি হারিয়েছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ককে, যা তাঁকে পৌরপ্রধান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । তাই পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান পদে যে তাঁর ধারে কাছে কেউ নেই তা বলাই যায় ।
যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নবেন্দু মাহালি । তিনি বলেন,"এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে । মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ।" ঝালদা পৌরসভায় তৃণমূল ও কংগ্রেস দু'দলই পাঁচটি করে আসনে জয়ী হয়েছে । নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন দু'টি আসনে । তার মধ্যে একজন নির্দল থেকে তৃণমূলে যোগদান করার ফলে এখন তৃণমূল কংগ্রেস সেখানে বেড়ে দাঁড়িয়েছে 6 । যদিও সেখানে বোর্ড কে গঠন করবে তা এখনও চূড়ান্ত নয় ।
আরও পড়ুন: বিজেপি বিধায়ককে হারিয়ে এখন পুরুলিয়ার 'হিরো' নবেন্দু
রঘুনাথপুর পৌরসভাও নিজেদের দখলে রেখেছে তৃণমূল । তবে এখানেও পৌরপ্রধান হিসেবে একাধিকজনের নাম উঠে আসছে । এই বিষয়ে এখন মুখ খুলতে নারাজ কেউই । তাই পুরুলিয়া জেলায় তিনটি পৌরসভার চেয়ারম্যান কে হচ্ছেন তা জানতে এখন অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ।