পুরুলিয়া, 12 মার্চ : আগামী 18 মার্চ রাজ্য সফরে আসছেন নরেন্দ্র মোদি ৷ ওইদিন পুরুলিয়ায় নির্বাচনী জনসভা করবেন তিনি । শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি ৷ শুক্রবার মোদির সভার সাফল্য কামনায় জেলা সভাপতির উপস্থিতিতে ভূমিপুজো করল পুরুলিয়া বিজেপি ৷
পুরুলিয়া শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে 60 (এ) জাতীয় সড়কের ধারে ভাংড়ার কড়চা নবকুঞ্জ ময়দান ৷ এই ময়দানেই হবে গেরুয়া শিবিরের হাইভোল্টেজ জনসভা । সভার সাফল্য কামনায় আজ সেই ময়দানে ভূমিপুজো করল পুরুলিয়া জেলা বিজেপি । উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত সহ অন্যান্য নেতৃত্ব ।
আরও পড়ুন : 18 মার্চ পুরুলিয়ায়, 2 দিন পর কাঁথিতে মোদি
পুরুলিয়ার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, নবকুঞ্জ ময়দানের আলাদা মাহাত্ম্য রয়েছে ৷ সেই ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করবেন ৷ যাতে করে সুষ্ঠু ভাবে সভা সম্পন্ন হয় সেই কামনাতেই আজকের পুজোর আয়োজন ছিল ৷