ETV Bharat / state

"ভাতা নয়, কর্মসংস্থান চাই" ; আন্দোলনে বেকার যুবক-যুবতিরা - unemployed youths agitation

আন্দোলনকারীদের অভিযোগ, 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার সমস্যা দূর করতে 'যুবশ্রী' প্রকল্প চালু করেন । রাজ্যের প্রায় 32 লাখ বেকার যুবক-যুবতি এই প্রকল্পে নাম লেখান । প্রকল্পের নিয়ম অনুযায়ী বলা হয়েছিল, এই প্রকল্পে নাম নথিভুক্ত করালে বেকারদের প্রাথমিক 1500 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে এবং পরে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে ।

আন্দোলনে বেকার যুবক-যুবতিরা
author img

By

Published : Aug 8, 2019, 7:33 PM IST

পুরুলিয়া, 8 অগাস্ট : কর্মসংস্থানের দাবি জানিয়ে আন্দোলন শুরু 'যুবশ্রী' প্রকল্পের আত্ততাভুক্ত বেকার যুবক-যুবতিদের । "ভাতা নয়, কর্মসংস্থান চাই"-এই দাবি জানিয়ে মিছিল করেন তাঁরা । পুরুলিয়ার ঘটনা । কয়েকশো আন্দোলনকারী মিছিল করে পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে পৌঁছান । সেখানে তাঁরা 1 ঘণ্টা বিক্ষোভ দেখান । এরপর জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন ।

আন্দোলনকারীদের অভিযোগ, 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার সমস্যা দূর করতে 'যুবশ্রী' প্রকল্প চালু করেন । রাজ্যের প্রায় 32 লাখ বেকার যুবক-যুবতি এই প্রকল্পে নাম লেখান । প্রকল্পের নিয়ম অনুযায়ী বলা হয়েছিল, এই প্রকল্পে নাম নথিভুক্ত করালে বেকারদের প্রাথমিক 1500 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে এবং পরে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে । প্রথমে 32 লাখের মধ্যে 1 লাখ বেকারকে ভাতা দেওয়া হলেও, বাকি 31 লাখ ভাতা থেকে বঞ্চিত থাকেন । এমন কী এই প্রকল্পের আওতাভুক্ত বেকার যুবকদের এখনও পর্যন্ত মেলেনি কর্মসংস্থানও । এরই প্রতিবাদে এবার কর্মসংস্থানের দাবি জানিয়ে পুরুলিয়া জেলাশাসকের কাছে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেন জেলার কয়েকশো বেকার যুবক-যুবতি ।

আন্দোলনকারীদের মধ্যে মিরজাউল বলেন, "মুখ্যমন্ত্রী জেলার বেকার যুবক-যুবতিদের বেকারত্ব নিয়ে খেলা করছেন । তিনি পুরুলিয়া জেলার ছেলেদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করছেন । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি । আগামী দিনে এই সমস্যা না মিটলে জেলা সহ রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হবে ।"

পুরুলিয়া, 8 অগাস্ট : কর্মসংস্থানের দাবি জানিয়ে আন্দোলন শুরু 'যুবশ্রী' প্রকল্পের আত্ততাভুক্ত বেকার যুবক-যুবতিদের । "ভাতা নয়, কর্মসংস্থান চাই"-এই দাবি জানিয়ে মিছিল করেন তাঁরা । পুরুলিয়ার ঘটনা । কয়েকশো আন্দোলনকারী মিছিল করে পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে পৌঁছান । সেখানে তাঁরা 1 ঘণ্টা বিক্ষোভ দেখান । এরপর জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন ।

আন্দোলনকারীদের অভিযোগ, 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার সমস্যা দূর করতে 'যুবশ্রী' প্রকল্প চালু করেন । রাজ্যের প্রায় 32 লাখ বেকার যুবক-যুবতি এই প্রকল্পে নাম লেখান । প্রকল্পের নিয়ম অনুযায়ী বলা হয়েছিল, এই প্রকল্পে নাম নথিভুক্ত করালে বেকারদের প্রাথমিক 1500 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে এবং পরে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে । প্রথমে 32 লাখের মধ্যে 1 লাখ বেকারকে ভাতা দেওয়া হলেও, বাকি 31 লাখ ভাতা থেকে বঞ্চিত থাকেন । এমন কী এই প্রকল্পের আওতাভুক্ত বেকার যুবকদের এখনও পর্যন্ত মেলেনি কর্মসংস্থানও । এরই প্রতিবাদে এবার কর্মসংস্থানের দাবি জানিয়ে পুরুলিয়া জেলাশাসকের কাছে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেন জেলার কয়েকশো বেকার যুবক-যুবতি ।

আন্দোলনকারীদের মধ্যে মিরজাউল বলেন, "মুখ্যমন্ত্রী জেলার বেকার যুবক-যুবতিদের বেকারত্ব নিয়ে খেলা করছেন । তিনি পুরুলিয়া জেলার ছেলেদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করছেন । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি । আগামী দিনে এই সমস্যা না মিটলে জেলা সহ রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হবে ।"

Intro:পুরুলিয়া : কর্মসংস্থান দাবি জানিয়ে এবার আন্দোলনের পথে নামলো মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প 'যুবশ্রী" প্রকল্পের আওতাভুক্ত বেকার যুবকেরা l বৃহস্পতিবার "ভাতা নয়, কর্মসংস্থান চাই"-এর ডাক দিয়ে পুরুলিয়া জেলা শাখার কয়েকশো বেকার যুবক-যুবতী একত্রিত হয়ে মিছিল করে পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে পৌছায় l সেখানে ঘন্টা খানেক অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা l পরে বিক্ষোভ শেষে জেলাশাসকের নিকট তাদের দাবি দাওয়া ভিত্তিক একটি স্মারকলিপি জমা দেন lBody:আন্দোলনকারীদের অভিযোগ, গত 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেকার সমস্যা দূর করতে "যুবশ্রী" প্রকল্প চালু করেন l রাজ্যের প্রায় 32 লক্ষ্য বেকার যুবক এই প্রকল্পে নাম লেখান l প্রকল্পের নিয়ম অনুযায়ী বলা হয়েছিলো এই প্রকল্পে নাম নথিভুক্ত করালে বেকার যুবকদের প্রাথমিক 1500 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে এবং পরে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে l প্রথমে এই 32 লক্ষ্য মধ্যে এক লক্ষ্য বেকার যুবকদের ভাতা দেওয়া হলেও, বাকি 31 লক্ষ যুবকেরা ভাতা প্রাপ্ত থেকে বঞ্চিত থাকেন l এমনকি এই প্রকল্পের আওতাভুক্ত বেকারযুবকদের এখনও পর্যন্ত মেলেনি কর্মসংস্থান l এরই প্রতিবাদে এবার কর্মসংস্থান দাবি জানিয়ে পুরুলিয়া জেলাশাসকের কাছে বিক্ষোভ ও স্বারকলিপি জমা দেন জেলার কয়েকশো বেকার যুবক l Conclusion:আন্দোলনকারীদের মধ্যে যুবক মীরজাউল বলেন, "মুখ্যমন্ত্রী জেলার বেকার যুবক দের বেকারত্ব নিয়ে খেলা করছেন l তিনি পুরুলিয়া জেলার ছেলেদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করছেন l আমরা এর প্রতিবাদ জানাচ্ছি l আগামী দিনে এই সমস্যা না মিটলে জেলা সহ গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হবে l"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.