ETV Bharat / state

Kali Puja: 500 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, পুরুলিয়ায় একই মন্দিরে ভদ্রকালী ও পীরের উপাসনা

পুরুলিয়ার হিড়বহাল গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ৷ একই মন্দিরে পূজিত হচ্ছেন কালী এবং পীর ৷ প্রায় 500 বছরের এই পুজো শুরু করেছিলেন এক সন্ন্যাসী ৷ যে মন্দিরের পুরোহিত ব্রাহ্মণ নন, বাউড়ি সমাজের সদস্য ৷

Vadra Kali and Peer Puja in Same Temple in Hirabal Purulia
500 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, পুরুলিয়ায় একই মন্দিরে ভদ্রকালী ও পীরের উপাসনা
author img

By

Published : Oct 28, 2021, 7:44 PM IST

পুরুলিয়া, 28 অক্টোবর : বিগত পাঁচশো বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করছে পুরুলিয়ার প্রান্তিক এক গ্রাম হিড়বহাল ৷ পুরুলিয়ার 2নং ব্লকের এই গ্রামে একই মন্দিরে ভদ্রকালী ও পীরের উপাসনা করা হয় ৷ যেখানে পীর বাবাকে সত্যনারায়ণ রূপে পুজো করেন পুরোহিত ৷ যে মন্দির ‘মা ভদ্রকালীর এবং সত্য পীরের মন্দির’ নামে পরিচিত ৷ তবে, সেই পুরোহিত কোনও ব্রাহ্মণ নন ৷ 500 বছর ধরে বংশ পরম্পরায় বাউড়ি সমাজের সদস্যরা কালী এবং পীরবাবার পুজো করেন ৷ যেখানে ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ অংশ নিতে পারেন ৷

কালীপুজোর সময় এই হিড়াবহাল মন্দিরের পরিবেশ বেশ জাঁকজমক হয়ে ওঠে ৷ ভদ্রকালীর মন্দির হওয়ায় এখানে বলি প্রথা চালু রয়েছে ৷ আর এই বলি প্রথাই এই মন্দিরের মূল আকর্ষণ ৷ হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ বলিতে অংশ নেন ৷ একসঙ্গে পাঁঠা বলি এবং মুরগি বলি হয় ৷ এই মন্দিরে পুরুলিয়া ছাড়াও, আশেপাশের জেলা থেকে, এমনকি প্রতিবেশী রাজ্যের লোকজনও পুজো দিতে আসেন এই মন্দিরে ৷

আরও পড়ুন : Lakshmi Idol : রোদের দেখা নাই, নাজেহাল প্রতিমা শিল্পীরা

এই মন্দিরকে ঘিরে কথিত আছে যে, 500 বছর আগে এক সন্ন্যাসী জঙ্গলে তপস্যা করার সময় কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন ৷ সেই সময় তিনি ওই গ্রামে কালীপুজো শুরু করেন ৷ তার কয়েকদিন পর এক মুসলিম পীরবাবা ওই সন্ন্যাসীকে কালীমন্দিরেই আল্লাহ’র উপাসনার পরাপর্শ দেন ৷ কিন্তু, ওই সন্ন্যাসী মুসলিমদের আরাধ্য আল্লাহ’র উপাসনা করতে দ্বিধাবোধ করেন ৷ সেই সময় পীরবাবা আল্লাহ’কে সত্যনারায়ণ রূপে পুজো করার পরামর্শ দেন ৷ সেই প্রস্তাবে রাজি হন সন্ন্যাসী এবং সেই থেকে ভদ্রকালী এবং আল্লাহ’র উপাসনা হয়ে আসছে ওই মন্দিরে ৷

আরও পড়ুন : KMC : কালীপুজো ও ছটের প্রস্তুতি শুরু কলকাতা পৌরনিগমে

পুরুলিয়া, 28 অক্টোবর : বিগত পাঁচশো বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করছে পুরুলিয়ার প্রান্তিক এক গ্রাম হিড়বহাল ৷ পুরুলিয়ার 2নং ব্লকের এই গ্রামে একই মন্দিরে ভদ্রকালী ও পীরের উপাসনা করা হয় ৷ যেখানে পীর বাবাকে সত্যনারায়ণ রূপে পুজো করেন পুরোহিত ৷ যে মন্দির ‘মা ভদ্রকালীর এবং সত্য পীরের মন্দির’ নামে পরিচিত ৷ তবে, সেই পুরোহিত কোনও ব্রাহ্মণ নন ৷ 500 বছর ধরে বংশ পরম্পরায় বাউড়ি সমাজের সদস্যরা কালী এবং পীরবাবার পুজো করেন ৷ যেখানে ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ অংশ নিতে পারেন ৷

কালীপুজোর সময় এই হিড়াবহাল মন্দিরের পরিবেশ বেশ জাঁকজমক হয়ে ওঠে ৷ ভদ্রকালীর মন্দির হওয়ায় এখানে বলি প্রথা চালু রয়েছে ৷ আর এই বলি প্রথাই এই মন্দিরের মূল আকর্ষণ ৷ হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ বলিতে অংশ নেন ৷ একসঙ্গে পাঁঠা বলি এবং মুরগি বলি হয় ৷ এই মন্দিরে পুরুলিয়া ছাড়াও, আশেপাশের জেলা থেকে, এমনকি প্রতিবেশী রাজ্যের লোকজনও পুজো দিতে আসেন এই মন্দিরে ৷

আরও পড়ুন : Lakshmi Idol : রোদের দেখা নাই, নাজেহাল প্রতিমা শিল্পীরা

এই মন্দিরকে ঘিরে কথিত আছে যে, 500 বছর আগে এক সন্ন্যাসী জঙ্গলে তপস্যা করার সময় কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন ৷ সেই সময় তিনি ওই গ্রামে কালীপুজো শুরু করেন ৷ তার কয়েকদিন পর এক মুসলিম পীরবাবা ওই সন্ন্যাসীকে কালীমন্দিরেই আল্লাহ’র উপাসনার পরাপর্শ দেন ৷ কিন্তু, ওই সন্ন্যাসী মুসলিমদের আরাধ্য আল্লাহ’র উপাসনা করতে দ্বিধাবোধ করেন ৷ সেই সময় পীরবাবা আল্লাহ’কে সত্যনারায়ণ রূপে পুজো করার পরামর্শ দেন ৷ সেই প্রস্তাবে রাজি হন সন্ন্যাসী এবং সেই থেকে ভদ্রকালী এবং আল্লাহ’র উপাসনা হয়ে আসছে ওই মন্দিরে ৷

আরও পড়ুন : KMC : কালীপুজো ও ছটের প্রস্তুতি শুরু কলকাতা পৌরনিগমে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.