ETV Bharat / state

Brothers drowned to death : পা পিছলে দুর্ঘটনা, পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের - Two brothers drowned to death in Purulia

পা পিছলে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের (Two brothers drowned to death) ৷

Two Brother Death news
পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের
author img

By

Published : Jun 23, 2022, 8:46 AM IST

Updated : Jun 23, 2022, 10:00 AM IST

ঝালদা, 23 জুন : পা পিছলে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের (Two brothers drowned to death) । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝালদা থানা এলাকার তুলিনে । পাঁচ ও তিন বছর বয়সি দুই ভাইয়ের নাম অভি গঁড়াই ও ভাস্কর গঁড়াই ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

জানা গিয়েছে, বুধবার সকাল 10.30-11টা নাগাদ তুলিন অঞ্চলের বুড়িবীর গ্রামের দুই ভাই শৌচকর্ম করার পর স্থানীয় একটি পুকুরে জল শৌচ করতে নেমেছিল । তখনই তারা পা পিছলে ওই পুকুরে পড়ে যায় বলে পুলিশের অনুমান ।

গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ওই পুকুরে ভালই জল ছিল । শৌচ করতে যাওয়ার পর অনেকক্ষণ কেটে গেলেও ঘরে না ফেরায়, স্থানীয়রা বাচ্চা দু'টিকে খোঁজাখুঁজি করতে থাকেন । দুপুর বেলা 12টা নাগাদ তাঁরা পুকুরে একটি বাচ্চাকে ভাসতে দেখেন । খানিক পরে খোঁজ মেলে অন্য ভাইয়েরও ।

আরও পড়ুন : চারদিন পর পুকুরে মিলল নিখোঁজ ছাত্রীর দেহ

তাদের ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

ঝালদা, 23 জুন : পা পিছলে পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের (Two brothers drowned to death) । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝালদা থানা এলাকার তুলিনে । পাঁচ ও তিন বছর বয়সি দুই ভাইয়ের নাম অভি গঁড়াই ও ভাস্কর গঁড়াই ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

জানা গিয়েছে, বুধবার সকাল 10.30-11টা নাগাদ তুলিন অঞ্চলের বুড়িবীর গ্রামের দুই ভাই শৌচকর্ম করার পর স্থানীয় একটি পুকুরে জল শৌচ করতে নেমেছিল । তখনই তারা পা পিছলে ওই পুকুরে পড়ে যায় বলে পুলিশের অনুমান ।

গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ওই পুকুরে ভালই জল ছিল । শৌচ করতে যাওয়ার পর অনেকক্ষণ কেটে গেলেও ঘরে না ফেরায়, স্থানীয়রা বাচ্চা দু'টিকে খোঁজাখুঁজি করতে থাকেন । দুপুর বেলা 12টা নাগাদ তাঁরা পুকুরে একটি বাচ্চাকে ভাসতে দেখেন । খানিক পরে খোঁজ মেলে অন্য ভাইয়েরও ।

আরও পড়ুন : চারদিন পর পুকুরে মিলল নিখোঁজ ছাত্রীর দেহ

তাদের ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

Last Updated : Jun 23, 2022, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.