ETV Bharat / state

Road Accident in Purulia: নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নীচে পড়ল ট্রাক, মৃত্যু চালকের

পুরুলিয়ায় সেতুর রেলিং ভেঙে নিচে পড়ল নলকূপ খননের একটি ট্রাক (Road Accident in Purulia) ৷ ঘটনায় মারা গিয়েছেন চালক ৷

Road Accident in Purulia
Road Accident in Purulia
author img

By

Published : Dec 11, 2022, 3:30 PM IST

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে ট্রাক

পুরুলিয়া, 11 ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেল নলকূপ খননের একটি ট্রাক । ঘটনার জেরে মৃত্যু হয়েছে ওই ট্রাকের চালকের (Truck driver dies at Road Accident in Purulia) । বান্দোয়ানের চিরুড়ি অঞ্চলের গড়গড়া গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে উদ্ধার কাজে নামে স্থানীয় বান্দোয়ান থানার পুলিশ ।

জানা গিয়েছে, রবিবার সকালে কুইলাপাল থেকে বান্দোয়ানের দিকে যাচ্ছিল নলকূপ খনন করার ওই ট্রাকটি । সেই সময় গড়গড়া গ্রামের কাছে একটি সেতু পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সেটি । এরপরেই ওই ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের (Road Accident in Purulia)। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বান্দোয়ান থানার পুলিশ । আনা হয় জেসিবি মেশিন । শুরু হয় উদ্ধার কাজ । চালকের দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । মর্মান্তিক এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

আরও পড়ুন: চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা বেপরোয়া গাড়ির, পুলিশকর্মী-সহ আহত 7

তবে এই পথ দুর্ঘটনা নতুন নয় ৷ প্রায়শই জেলার বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা দেখা যায় ৷ গতির বলি হন অনেকে ৷ এর জেরে পথচলতি মানুষও আহত হন ৷ বৃহস্পতিবারই পথ দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের চিংড়িঘাটা এলাকায় ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ি ধাক্কা মারে অন্য গাড়ি এবং পথচারীদের ৷ আর তাতে আহত হন কমপক্ষে 7 জন ৷

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে ট্রাক

পুরুলিয়া, 11 ডিসেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেল নলকূপ খননের একটি ট্রাক । ঘটনার জেরে মৃত্যু হয়েছে ওই ট্রাকের চালকের (Truck driver dies at Road Accident in Purulia) । বান্দোয়ানের চিরুড়ি অঞ্চলের গড়গড়া গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে উদ্ধার কাজে নামে স্থানীয় বান্দোয়ান থানার পুলিশ ।

জানা গিয়েছে, রবিবার সকালে কুইলাপাল থেকে বান্দোয়ানের দিকে যাচ্ছিল নলকূপ খনন করার ওই ট্রাকটি । সেই সময় গড়গড়া গ্রামের কাছে একটি সেতু পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় সেটি । এরপরেই ওই ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের (Road Accident in Purulia)। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বান্দোয়ান থানার পুলিশ । আনা হয় জেসিবি মেশিন । শুরু হয় উদ্ধার কাজ । চালকের দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । মর্মান্তিক এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

আরও পড়ুন: চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা বেপরোয়া গাড়ির, পুলিশকর্মী-সহ আহত 7

তবে এই পথ দুর্ঘটনা নতুন নয় ৷ প্রায়শই জেলার বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা দেখা যায় ৷ গতির বলি হন অনেকে ৷ এর জেরে পথচলতি মানুষও আহত হন ৷ বৃহস্পতিবারই পথ দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের চিংড়িঘাটা এলাকায় ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ি ধাক্কা মারে অন্য গাড়ি এবং পথচারীদের ৷ আর তাতে আহত হন কমপক্ষে 7 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.