ঝালদা (পুরুলিয়া), 16 নভেম্বর: আগামী 21 নভেম্বর ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) আস্থা ভোট । এরই মধ্যে ঝালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্য়ায়ের সদস্যপদ খারিজের আবেদন করলেন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল । ঘটনায় ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন শীলাদেবী ৷ আজ বুধবার এই মামলার শুনানি ।
গত পৌরসভা নির্বাচনে (Jhalda Municipality Election) শীলা চট্টোপাধ্যায় ঝালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেন । পরে তিনি তৃণমূলে (Trinamool Congress) যোগদান করলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে শাসক দল । এরপর গত 13 অক্টোবর ঝালদা পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন 5 জন কংগ্রেস কাউন্সিলর এবং 1 জন নির্দল কাউন্সিলর ।
এই পরিস্থিতিতে যখন ঝালদা পৌরসভা রাজনৈতিক সংকট চরমে, ঠিক সেই সময় গত 27 অক্টোবর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় । তাঁর পদত্যাগের পর বর্তমানে ঝালদা পৌরসভায় তৃণমূলের 5, কংগ্রেসের (Congress) 5 ও নির্দলের 2 জন কাউন্সিলর রয়েছেন । আগামী 21 নভেম্বর ঝালদা পৌরসভায় তলবি সভা অর্থাৎ আস্থা ভোট । সেই ভোট নিয়ে টানটান রাজনৈতিক লড়াই অব্যাহত ৷
ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়ালের পক্ষ থেকে ঝালদা মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে যে 1993 সালের পশ্চিমবঙ্গ পৌর আইনের (West Bengal Municipality Act 1993) 21বি ধারা লঙ্ঘন করেছেন শীলাদেবী ৷ তাই তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে সদস্যপথ খারিজ করা হোক ।
এই নিয়ে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, পশ্চিমবঙ্গ পৌর আইন অনুযায়ী মহকুমা শাসকের কাছে আবেদন করা হয়েছে ৷ আইনের একটি ধারা অনুযায়ী ওই কাউন্সিলরের সদস্যপদ খারিজ হতে পারে ৷
মহকুমা শাসকের পক্ষ থেকে নির্দল কাউন্সিলরকেও এ বিষয়ে পাল্টা চিঠি পাঠানো হয় ৷ এই বর্ষীয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাতো জানান, শীলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর ৷ পৌর আইনে কোনও নির্দল কাউন্সিলরের সদস্যপদ বাতিল করা যায় না ৷ তাছাড়া যে চিঠি পৌরপ্রধান দিয়েছেন, তা ভুল ৷ কারণ, কোনও কাউন্সিলরের সদস্যপদ খারিজ করার আবেদন পৌরপ্রধান করতে পারেন না ৷ এই আবেদন একমাত্র পৌরসভায় তৃণমূলের নেতা করতে পারেন ৷ একই সঙ্গে তিনি প্রশাসনের বিরুদ্ধে এই ইস্যুতে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগও করেছেন তিনি ৷
আরও পড়ুন: 21 নভেম্বরই ঝালদা পৌরসভায় আস্থাভোট, নির্দেশ