ETV Bharat / state

Jhalda Municipality: ঝালদার তৃণমূলত্যাগী কাউন্সিলরের সদস্য়পদ খারিজের আর্জি শাসক দলের, পালটা মামলা হাইকোর্টে - তৃণমূল কংগ্রেস

গত 27 অক্টোবর তৃণমূল (Trinamool Congress) থেকে পদত্যাগ করেন ঝালদা পৌরসভার (Jhalda Municipality) 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় ৷ তাঁর সদস্যপদ খারিজের দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

trinamool-congress-seeks-disqualification-of-membership-of-defected-leader-matter-rolls-into-calcutta-high-court
Jhalda Municipality: ঝালদার তৃণমূলত্যাগী কাউন্সিলরের সদস্য়পদ খারিজের আর্জি শাসক দলের, পালটা মামলা হাইকোর্টে
author img

By

Published : Nov 16, 2022, 5:04 PM IST

Updated : Nov 16, 2022, 6:34 PM IST

ঝালদা (পুরুলিয়া), 16 নভেম্বর: আগামী 21 নভেম্বর ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) আস্থা ভোট । এরই মধ্যে ঝালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্য়ায়ের সদস্যপদ খারিজের আবেদন করলেন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল । ঘটনায় ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন শীলাদেবী ৷ আজ বুধবার এই মামলার শুনানি ।

গত পৌরসভা নির্বাচনে (Jhalda Municipality Election) শীলা চট্টোপাধ্যায় ঝালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেন । পরে তিনি তৃণমূলে (Trinamool Congress) যোগদান করলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে শাসক দল । এরপর গত 13 অক্টোবর ঝালদা পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন 5 জন কংগ্রেস কাউন্সিলর এবং 1 জন নির্দল কাউন্সিলর ।

ঝালদার তৃণমূলত্যাগী কাউন্সিলরের সদস্য়পদ খারিজের আর্জি শাসক দলের, পালটা মামলা হাইকোর্টে

এই পরিস্থিতিতে যখন ঝালদা পৌরসভা রাজনৈতিক সংকট চরমে, ঠিক সেই সময় গত 27 অক্টোবর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় । তাঁর পদত্যাগের পর বর্তমানে ঝালদা পৌরসভায় তৃণমূলের 5, কংগ্রেসের (Congress) 5 ও নির্দলের 2 জন কাউন্সিলর রয়েছেন । আগামী 21 নভেম্বর ঝালদা পৌরসভায় তলবি সভা অর্থাৎ আস্থা ভোট । সেই ভোট নিয়ে টানটান রাজনৈতিক লড়াই অব্যাহত ৷

ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়ালের পক্ষ থেকে ঝালদা মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে যে 1993 সালের পশ্চিমবঙ্গ পৌর আইনের (West Bengal Municipality Act 1993) 21বি ধারা লঙ্ঘন করেছেন শীলাদেবী ৷ তাই তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে সদস্যপথ খারিজ করা হোক ।

এই নিয়ে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, পশ্চিমবঙ্গ পৌর আইন অনুযায়ী মহকুমা শাসকের কাছে আবেদন করা হয়েছে ৷ আইনের একটি ধারা অনুযায়ী ওই কাউন্সিলরের সদস্যপদ খারিজ হতে পারে ৷

মহকুমা শাসকের পক্ষ থেকে নির্দল কাউন্সিলরকেও এ বিষয়ে পাল্টা চিঠি পাঠানো হয় ৷ এই বর্ষীয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাতো জানান, শীলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর ৷ পৌর আইনে কোনও নির্দল কাউন্সিলরের সদস্যপদ বাতিল করা যায় না ৷ তাছাড়া যে চিঠি পৌরপ্রধান দিয়েছেন, তা ভুল ৷ কারণ, কোনও কাউন্সিলরের সদস্যপদ খারিজ করার আবেদন পৌরপ্রধান করতে পারেন না ৷ এই আবেদন একমাত্র পৌরসভায় তৃণমূলের নেতা করতে পারেন ৷ একই সঙ্গে তিনি প্রশাসনের বিরুদ্ধে এই ইস্যুতে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগও করেছেন তিনি ৷

আরও পড়ুন: 21 নভেম্বরই ঝালদা পৌরসভায় আস্থাভোট, নির্দেশ

ঝালদা (পুরুলিয়া), 16 নভেম্বর: আগামী 21 নভেম্বর ঝালদা পৌরসভায় (Jhalda Municipality) আস্থা ভোট । এরই মধ্যে ঝালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্য়ায়ের সদস্যপদ খারিজের আবেদন করলেন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল । ঘটনায় ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন শীলাদেবী ৷ আজ বুধবার এই মামলার শুনানি ।

গত পৌরসভা নির্বাচনে (Jhalda Municipality Election) শীলা চট্টোপাধ্যায় ঝালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেন । পরে তিনি তৃণমূলে (Trinamool Congress) যোগদান করলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে শাসক দল । এরপর গত 13 অক্টোবর ঝালদা পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন 5 জন কংগ্রেস কাউন্সিলর এবং 1 জন নির্দল কাউন্সিলর ।

ঝালদার তৃণমূলত্যাগী কাউন্সিলরের সদস্য়পদ খারিজের আর্জি শাসক দলের, পালটা মামলা হাইকোর্টে

এই পরিস্থিতিতে যখন ঝালদা পৌরসভা রাজনৈতিক সংকট চরমে, ঠিক সেই সময় গত 27 অক্টোবর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় । তাঁর পদত্যাগের পর বর্তমানে ঝালদা পৌরসভায় তৃণমূলের 5, কংগ্রেসের (Congress) 5 ও নির্দলের 2 জন কাউন্সিলর রয়েছেন । আগামী 21 নভেম্বর ঝালদা পৌরসভায় তলবি সভা অর্থাৎ আস্থা ভোট । সেই ভোট নিয়ে টানটান রাজনৈতিক লড়াই অব্যাহত ৷

ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়ালের পক্ষ থেকে ঝালদা মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে যে 1993 সালের পশ্চিমবঙ্গ পৌর আইনের (West Bengal Municipality Act 1993) 21বি ধারা লঙ্ঘন করেছেন শীলাদেবী ৷ তাই তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে সদস্যপথ খারিজ করা হোক ।

এই নিয়ে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, পশ্চিমবঙ্গ পৌর আইন অনুযায়ী মহকুমা শাসকের কাছে আবেদন করা হয়েছে ৷ আইনের একটি ধারা অনুযায়ী ওই কাউন্সিলরের সদস্যপদ খারিজ হতে পারে ৷

মহকুমা শাসকের পক্ষ থেকে নির্দল কাউন্সিলরকেও এ বিষয়ে পাল্টা চিঠি পাঠানো হয় ৷ এই বর্ষীয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাতো জানান, শীলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর ৷ পৌর আইনে কোনও নির্দল কাউন্সিলরের সদস্যপদ বাতিল করা যায় না ৷ তাছাড়া যে চিঠি পৌরপ্রধান দিয়েছেন, তা ভুল ৷ কারণ, কোনও কাউন্সিলরের সদস্যপদ খারিজ করার আবেদন পৌরপ্রধান করতে পারেন না ৷ এই আবেদন একমাত্র পৌরসভায় তৃণমূলের নেতা করতে পারেন ৷ একই সঙ্গে তিনি প্রশাসনের বিরুদ্ধে এই ইস্যুতে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগও করেছেন তিনি ৷

আরও পড়ুন: 21 নভেম্বরই ঝালদা পৌরসভায় আস্থাভোট, নির্দেশ

Last Updated : Nov 16, 2022, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.