ETV Bharat / state

Jhalda Murder Case : তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে - TMC leader accused of threatening Tapan Kandu's son

তপন কান্দুর ছেলে দেব কান্দুকে প্রকাশ্য রাস্তায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা ভীম তিওয়ারির বিরুদ্ধে । গত 13 মার্চ খুন হন ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ আদালতের নির্দেশে ওই ঘটনায় সিবিআই তদন্ত শুরু করেছে (CBI Investigation on Jhalda Murder Case) ৷

Trinamool Congress leader accused of threatening Tapan Kandu's son in public
Tapan Kandu's son
author img

By

Published : Apr 24, 2022, 4:02 PM IST

পুরুলিয়া, 24 এপ্রিল : ঝালদা পৌরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ছেলে দেব কান্দুকে প্রকাশ্য রাস্তায় প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা ভীম তিওয়ারি বিরুদ্ধে (TMC leader accused of threatening Tapan Kandu's son) । ঘটনায় ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত তপন কান্দুর ছেলে দেব কান্দু ।

প্রসঙ্গত, গুলিকাণ্ডে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগপত্রে নাম রয়েছে ঝালদা শহরের তৃণমূল নেতা ভীম তিওয়ারির । 19 এপ্রিলের এই ঘটনায় ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারী অফিসাররা । তারপরই গতকাল ঝালদা শহরে বাজার করতে যাওয়ার সময় রাস্তা আটকে দেব কান্দুকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ভীম তিওয়ারির বিরুদ্ধে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভীম তিওয়ারি (trinamool congress leader accused of threatening tapan kandus son in public)।

দেব কান্দু বলেন, "গতকাল বাজারে গিয়েছিলাম, সেই সময় ভীম তিওয়ারি সামনে এসে হুমকি দেয় ৷ বলে তোরা অনেক বাড়ছিস, দেখে নেব, তোদের শেষ করে দেব ৷"

তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, "ভীম তিওয়ারির নামে আমি অভিযোগ করেছি ৷ আমার স্বামীর হত্যা করেছিল ৷ আমার ছেলেকে এখন হুমকি দিচ্ছে মেরে ফেলবে ৷ আমার স্বামীকে তো হত্যা করল, এ বার কী ছেলেকেও মেরে ফেলবে ওরা ? আমাদের সবাইকে শেষ করে দেবে, তাহলেই ওদের শান্তি হবে ৷ আমরা খুব ভয় ও আতঙ্কে রয়েছি ৷ আমি চাই ওদের শাস্তি হোক ৷"

তপন কান্দুর ছেলেকে প্রকাশ্য রাস্তায় হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

উল্লেখ্য, গত 13 মার্চ খুন হন ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ আদালতের নির্দেশে ওই ঘটনায় সিবিআই তদন্ত শুরু করেছে (CBI Investigation on Jhalda Murder Case) ৷

আরও পড়ুন : Karmatirtha Inauguration : পুরুলিয়ায় কর্মতীর্থের উদ্বোধনে জেলাশাসক

পুরুলিয়া, 24 এপ্রিল : ঝালদা পৌরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ছেলে দেব কান্দুকে প্রকাশ্য রাস্তায় প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা ভীম তিওয়ারি বিরুদ্ধে (TMC leader accused of threatening Tapan Kandu's son) । ঘটনায় ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত তপন কান্দুর ছেলে দেব কান্দু ।

প্রসঙ্গত, গুলিকাণ্ডে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগপত্রে নাম রয়েছে ঝালদা শহরের তৃণমূল নেতা ভীম তিওয়ারির । 19 এপ্রিলের এই ঘটনায় ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারী অফিসাররা । তারপরই গতকাল ঝালদা শহরে বাজার করতে যাওয়ার সময় রাস্তা আটকে দেব কান্দুকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ভীম তিওয়ারির বিরুদ্ধে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভীম তিওয়ারি (trinamool congress leader accused of threatening tapan kandus son in public)।

দেব কান্দু বলেন, "গতকাল বাজারে গিয়েছিলাম, সেই সময় ভীম তিওয়ারি সামনে এসে হুমকি দেয় ৷ বলে তোরা অনেক বাড়ছিস, দেখে নেব, তোদের শেষ করে দেব ৷"

তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, "ভীম তিওয়ারির নামে আমি অভিযোগ করেছি ৷ আমার স্বামীর হত্যা করেছিল ৷ আমার ছেলেকে এখন হুমকি দিচ্ছে মেরে ফেলবে ৷ আমার স্বামীকে তো হত্যা করল, এ বার কী ছেলেকেও মেরে ফেলবে ওরা ? আমাদের সবাইকে শেষ করে দেবে, তাহলেই ওদের শান্তি হবে ৷ আমরা খুব ভয় ও আতঙ্কে রয়েছি ৷ আমি চাই ওদের শাস্তি হোক ৷"

তপন কান্দুর ছেলেকে প্রকাশ্য রাস্তায় হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

উল্লেখ্য, গত 13 মার্চ খুন হন ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ আদালতের নির্দেশে ওই ঘটনায় সিবিআই তদন্ত শুরু করেছে (CBI Investigation on Jhalda Murder Case) ৷

আরও পড়ুন : Karmatirtha Inauguration : পুরুলিয়ায় কর্মতীর্থের উদ্বোধনে জেলাশাসক

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.