ETV Bharat / state

Tourists get attacked : চাঁদা নিয়ে বচসা, পুরুলিয়ায় আক্রান্ত পর্যটক - Tourists from Kolkata get attacked while visiting Purulia

পুরুলিয়ায় আক্রান্ত পর্যটক ৷ চাঁদা আদায় নিয়ে বচসার জেরে ক্লাবের সদস্যদের আক্রমণের মুখে পড়লেন কলকাতার এক বাসিন্দা (Tourists from Kolkata get attacked while visiting Purulia) ।

Tourists get attacked
পুরুলিয়ায় আক্রান্ত কলকাতার ব্যক্তি
author img

By

Published : Dec 26, 2021, 7:18 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : পুরুলিয়ায় ঘুরতে গিয়ে চাঁদার জন্য হেনস্থার মুখে পড়লেন কলকাতার এক বাসিন্দা (Tourists from Kolkata get attacked while visiting Purulia) । নাকতলার বাসিন্দা রাজীব ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, গত 22 তারিখ তাঁরা পুরুলিয়া ঘুরতে আসেন । সেই সময় অযোধ্যা পাহাড় লাগোয়া খয়রাবেড়া জলাধার যাওয়ার সময় তাঁদের গাড়ি আটকান কিছু যুবক ৷

Tourists get attacked
বুরদা মধ্যপুয়া ষোলোআনা কমিটির তরফে 100 টাকা চাঁদা নেওয়া হয়েছে ।

100 টাকা চাঁদা দাবি করে তাঁরা । রাজীব ঘোষের অভিযোগ, ফেরার পথে চাঁদা দেবেন বলে জানালেও ওই যুবকরা তাতে কর্ণপাত করেননি ৷ তাঁদের গাড়ি ধাওয়া করে গাড়ির ড্রাইভারকে হেনস্থা করা হয় । তাঁকে বাঁচাতে গেলে পরিবারের বয়স্ক সদস্যের এমনকি মহিলাদেরও হেনস্থা করা হয় ৷ এমনকি গাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকিও দেওয়া হয় ৷

ভিডিওর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

একটি চাঁদার রসিদের ছবিও তিনি পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, বুরদা মধ্যপুয়া ষোলোআনা কমিটির তরফে 100 টাকা চাঁদা নেওয়া হয়েছে । ওই এলাকায় বেশ কিছু দিন ধরেই পর্যটকদের গাড়ি আটকে চাঁদা তোলা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : দেউচা পাচামিতে উদ্ধার ‘মাওবাদী’ পোস্টার, তদন্তে পুলিশ

কলকাতা, 26 ডিসেম্বর : পুরুলিয়ায় ঘুরতে গিয়ে চাঁদার জন্য হেনস্থার মুখে পড়লেন কলকাতার এক বাসিন্দা (Tourists from Kolkata get attacked while visiting Purulia) । নাকতলার বাসিন্দা রাজীব ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, গত 22 তারিখ তাঁরা পুরুলিয়া ঘুরতে আসেন । সেই সময় অযোধ্যা পাহাড় লাগোয়া খয়রাবেড়া জলাধার যাওয়ার সময় তাঁদের গাড়ি আটকান কিছু যুবক ৷

Tourists get attacked
বুরদা মধ্যপুয়া ষোলোআনা কমিটির তরফে 100 টাকা চাঁদা নেওয়া হয়েছে ।

100 টাকা চাঁদা দাবি করে তাঁরা । রাজীব ঘোষের অভিযোগ, ফেরার পথে চাঁদা দেবেন বলে জানালেও ওই যুবকরা তাতে কর্ণপাত করেননি ৷ তাঁদের গাড়ি ধাওয়া করে গাড়ির ড্রাইভারকে হেনস্থা করা হয় । তাঁকে বাঁচাতে গেলে পরিবারের বয়স্ক সদস্যের এমনকি মহিলাদেরও হেনস্থা করা হয় ৷ এমনকি গাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকিও দেওয়া হয় ৷

ভিডিওর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

একটি চাঁদার রসিদের ছবিও তিনি পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, বুরদা মধ্যপুয়া ষোলোআনা কমিটির তরফে 100 টাকা চাঁদা নেওয়া হয়েছে । ওই এলাকায় বেশ কিছু দিন ধরেই পর্যটকদের গাড়ি আটকে চাঁদা তোলা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : দেউচা পাচামিতে উদ্ধার ‘মাওবাদী’ পোস্টার, তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.