ETV Bharat / state

Jhalda Mnicipality: পৌরপ্রধান ও চার কংগ্রেস কাউন্সিলরের দলবদল, ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস - ঝালদা পৌরসভা

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস ৷ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঝালদা পৌরসভার পৌরপ্রধান শিলা চট্টোপাধ্যায়-সহ চার কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছেন ।

Etv Bharat
ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 10:49 PM IST

ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস

ঝালদা, 6 সেপ্টেম্বর: দীর্ঘ টানাপোড়েনের অবসান । অবশেষে ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস । বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঝালদা পৌরসভার পৌরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের পাশাপাশি চার কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছেন । 12 আসন বিশিষ্ট এই পৌরসভায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 10, আর কংগ্রেসের সংখ্যা কমে হল 2 । কংগ্রেসে থেকে গেলেন পূর্ণিমা কান্দু ও বিপ্লব কয়াল ।

উল্লেখ্য, গত বছর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ার পর থেকেই খবরের শিরোনামে আসে ঝালদা পৌরসভা। একের পর এক পৌরপ্রধান বদল হয়। পৌরপ্রধানের চেয়ার নিয়ে দড়ি টানাটানির জের পৌঁছে গিয়েছিল উচ্চ আদালত পর্যন্ত । এরপরেই এই পৌরসভার পৌরপ্রধান নিয়োগে হস্তক্ষেপ করে উচ্চ আদালত । তবে ইদানিং বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে কংগ্রেস কাউন্সিলররা শাসক দলে যোগদান করতে পারেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল। আজ শাসক দলে নাম লেখালেন তারা। ফলত ঝালদা পৌরসভা দখল নিল তৃণমূল।

এদিন পুরুলিয়ার বাঘমুন্ডিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু ছাড়াও বিজয় কান্দু, পিন্টু চন্দ্র ও সোমনাথ কর্মকার এই চার কংগ্রেস কাউন্সিলর এবং শিলা চট্টোপাধ্যায় বর্তমান পৌরপ্রধান, যিনি নির্দল থেকে জয়ী হয়েছিলেন এই পাঁচ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বাঘমুণ্ডির বিধায়াক সৌমেন মাহাতো বলেন, "একজন নির্দল কাউন্সিলর ও চারজন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এবার আবার উন্নয়নের কাজে সামিল হবে ঝালদা পৌরসভা ৷"

আরও পড়ুন: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন থাকবেন শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাইকোর্টের

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার । জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "পৌরপ্রধান শিলা চট্টোপাধ্যায়-সহ চার কংগ্রেস কাউন্সিলর এদিন তৃণমূলে যোগদান করেছেন ৷ আমরা তাদের স্বাগত জানাচ্ছি । ঝালদা পৌরসভার উন্নয়নের জন্য আমরা বদ্ধ পরিকর ।

ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস

ঝালদা, 6 সেপ্টেম্বর: দীর্ঘ টানাপোড়েনের অবসান । অবশেষে ঝালদা পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস । বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঝালদা পৌরসভার পৌরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের পাশাপাশি চার কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছেন । 12 আসন বিশিষ্ট এই পৌরসভায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 10, আর কংগ্রেসের সংখ্যা কমে হল 2 । কংগ্রেসে থেকে গেলেন পূর্ণিমা কান্দু ও বিপ্লব কয়াল ।

উল্লেখ্য, গত বছর কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ার পর থেকেই খবরের শিরোনামে আসে ঝালদা পৌরসভা। একের পর এক পৌরপ্রধান বদল হয়। পৌরপ্রধানের চেয়ার নিয়ে দড়ি টানাটানির জের পৌঁছে গিয়েছিল উচ্চ আদালত পর্যন্ত । এরপরেই এই পৌরসভার পৌরপ্রধান নিয়োগে হস্তক্ষেপ করে উচ্চ আদালত । তবে ইদানিং বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে কংগ্রেস কাউন্সিলররা শাসক দলে যোগদান করতে পারেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল। আজ শাসক দলে নাম লেখালেন তারা। ফলত ঝালদা পৌরসভা দখল নিল তৃণমূল।

এদিন পুরুলিয়ার বাঘমুন্ডিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু ছাড়াও বিজয় কান্দু, পিন্টু চন্দ্র ও সোমনাথ কর্মকার এই চার কংগ্রেস কাউন্সিলর এবং শিলা চট্টোপাধ্যায় বর্তমান পৌরপ্রধান, যিনি নির্দল থেকে জয়ী হয়েছিলেন এই পাঁচ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বাঘমুণ্ডির বিধায়াক সৌমেন মাহাতো বলেন, "একজন নির্দল কাউন্সিলর ও চারজন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছেন ৷ এবার আবার উন্নয়নের কাজে সামিল হবে ঝালদা পৌরসভা ৷"

আরও পড়ুন: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন থাকবেন শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাইকোর্টের

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার । জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "পৌরপ্রধান শিলা চট্টোপাধ্যায়-সহ চার কংগ্রেস কাউন্সিলর এদিন তৃণমূলে যোগদান করেছেন ৷ আমরা তাদের স্বাগত জানাচ্ছি । ঝালদা পৌরসভার উন্নয়নের জন্য আমরা বদ্ধ পরিকর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.