পুরুলিয়া, 26 ফেব্রুয়ারি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুখাদ্য লোপাটের অভিযোগে শ্রীঘরে যেতে হল তৃণমূল নেত্রীর পুত্র । অভিযুক্ত স্বয়ং বরাবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য । একুশের নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।
জানা গিয়েছে, 2016 সালে প্রসেনজিৎ সিং মল্লের বিরুদ্ধে বরাবাজার থানায় লিখিত অভিযোগ করেন তৎকালীন বরাবাজার ব্লকের সিডিপিও সিমংস মুর্মু । শতাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 631 কুইন্টাল চাল, 189 কুইন্টাল ডাল, 570 লিটার তেল ও নুন লোপাটের অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে । তার বিরুদ্ধে ৪০৬ ধারায় মামলা করে পুলিশ ।
2016 সালে তার বিরুদ্ধে মামলা হলেও প্রায় পাঁচ বছর ধরে পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন অভিযুক্ত প্রসেনজিৎ । অবশেষে পুরুলিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করেলে আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। গত পাঁচ বছর ধরে পুলিশের খাতায় নিখোঁজ থাকার পর ভোটের মুখে চাপে পড়ে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে জেলা বিজেপি ।
আরও পড়ুন: ভোটের পর মমতার হেঁটে ঘোরার ছবি দেখছেন নাড্ডা
অভিযুক্ত প্রসেনজিৎ সিংহ মল্লের মা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সুমিতা সিংহ মল্ল জানান, 'ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা মাথা পেতে নেব, আইন আইনের পথে চলবে ।' অন্যদিকে জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় জানান, 'আইন সবার জন্য । অভিযুক্ত নিজে আত্মসমর্পণ করেছে । এ বার আইন আইনের কাজ করবে ।"
বাইট ১) বিবেক রাঙ্গা (জেলা বিজেপি নেতা।)
২) সুমিতা সিং মল্ল, (অভিযুক্ত প্রসেনজিতের মা ও জেলা তৃণমূল নেত্রী)
৩) জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়Body:IConclusion:I