পুরুলিয়া, 11 জুলাই : পুরুলিয়া শহরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা ৷ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুরুলিয়া শহরের কোর্ট মোড়ের কাছে তৃণমূল ওই নেতাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ গুলিবিদ্ধ ওই নেতার নাম প্রদীপ বন্দ্যোপাধ্যায় ৷ জখম অবস্থায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷
প্রদীপবাবু আগে পুরুলিয়া শহরের 9 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন ৷ প্রাক্তন এই কাউন্সিলর সদ্য তৃণমূলে যোগ দেন ৷ শনিবার দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফেরার সময় গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় ৷
আরও পড়ুন : বালি তোলা বন্ধ রাখতে নয়া নির্দেশিকা জারি পুরুলিয়ায়
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রদীপবাবু আগে একজন সমাজকর্মী তারপর নেতা ৷ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ এক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷
তবে এই আক্রমণের পিছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি ৷ এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে নাকি ব্যক্তিগত আক্রোশ তা খতিয়ে দেখছে পুরুলিয়া সদর থানার পুলিশ ৷ তবে কারণ যাই হোক ভর সন্ধ্যায় শান্ত পুরুলিয়ায় এভাবে গুলি চালানোর ঘটনায় হতবাক সকলেই ৷