পুরুলিয়া, 29 নভেম্বর : একাধিক দাবি নিয়ে গতকাল পুরুলিয়া শহরে পথে নামলেন তৃণমূল দলের কর্মী সমর্থকরা । দলীয় কর্মীরা বাইক নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল করে । কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারিকরণ নীতি, BJP শাসিত বিভিন্ন রাজ্যে নারী নির্যাতন বৃদ্ধি এই সব বিভিন্ন বিষয়ে তারা প্রতিবাদ জানিয়ে মিছিল করেন ।
পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিভাসরঞ্জন দাস ও শহরের যুব তৃণমূল সভাপতি গোরব সিংয়ের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয় । এদিনের প্রতিবাদ মিছিলের ডাকে প্রায় কয়েক শত তৃণমূল কর্মী সমর্থকেরা যোগদান করেন । শহরজুড়ে দলীয় পতাকা হাতে পরিক্রমা করেন তারা ।
রাজ্য সরকারের "সেফ ড্রাইভ, সেভ লাইফ" এই সচেতনতার বার্তাকে এক রকম উপেক্ষা করেই পথে নামেন বাইক আরোহীরা । হেলমেট ছাড়াই মিছিলে যোগ দেন অধিকাংশ দলীয় কর্মীসমর্থকরা । এদিন এই বাইক মিছিল শুরু হয় পুরুলিয়া শহরের সার্কিট হাউজ়ের মোড় থেকে। স্টেট ব্যাঙ্ক পর্যন্ত এই মিছিল চলে ।