পুরুলিয়া, 15 ফেব্রুয়ারি : পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি দলীয় সভার আয়োজন করা হয় । সেখানে BJP ও নির্দল কর্মী-সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে । তৃণমূলের দাবি, প্রায় নয় হাজার পরিবার তৃণমূলে যোগ দিয়েছে ।
আজ তৃণমূল কংগ্রেসের দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মলয় ঘটক, শান্তিরাম মাহাত, জেলা সুজয় বন্দ্যোপাধ্যায়, হলধর মাহাতসহ অনেকে । আজকের সভা থেকে তৃণমূলে যোগ দেন বিন্দেশ্বর মাহাত । তিনি জয়পুর বিধানসভা থেকে ফরওয়ার্ড ব্লকের টিকিটে তিনবার জিতেছিলেন ৷ বছর দুয়েক আগে তিনি BJP-তে যোগ দিয়েছিলেন । আজ BJP ছেড়ে তৃণমূলে নাম লেখান । এছাড়াও BJP-র প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাত, সাধারণ সম্পাদক নগেন ওঝাসহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ তৃণমূলে যোগ দেন ।
![bjp and other party workers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-prl-01-15feb-tmc-joining-package-7204369_15022020174045_1502f_1581768645_1083.jpg)
মলয় ঘটক জানান, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে সামিল হতে বহু নেতা কর্মী আজ তৃণমূলে যোগ দিয়েছে । আগামী দিনে BJP-র কোনও অস্তিত্ব থাকবে না । এখনও যে ক'জন BJP বা অন্য দল করছে তারা সবাই আগামী দিনে তৃণমূলে যোগদান করবে ।"
দল পরিবর্তন করে বিকাশ মাহাত বললেন, "তৃণমূলের জমানায় যেভাবে উন্নয়ন হয়েছে তা আর কোনও দল করে দেখাতে পারেনি । BJP শুধুমাত্র ধর্মের রাজনীতি করে । এভাবে দল চলে না ।" BJP-র প্রাক্তন সাধারণ সম্পাদক নগেন ওঝা বলেন, "পঞ্চায়েত ও লোকসভা দখল করেছে BJP ৷ অথচ কোনও কাজ করে দেখাতে পারেনি । BJP-তে উন্নয়ন বলে কিছু নেই ৷ কর্মীদের সম্মান পর্যন্ত দেওয়া হয় না ৷ সেখানে কীভাবে মানুষ থাকতে পারে । তাই মানুষের হয়ে কাজ করতে, মানুষের পাশে থাকতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই তৃণমূলে যোগদান করেছি ।"