ETV Bharat / state

পুরুলিয়ার একাধিক বুথে নেই পানীয় জল, লাইট ; সমস্যায় ভোটকর্মীরা

ভোটকর্মীরা এবিষয়ে বললেন, "নির্বাচন দপ্তরের কথামতো খাবার বা জলের ব্যবস্থা করা হয়নি এই কেন্দ্রে । বুথের আশপাশেও কোথাও জল বা খাবারের ব্যবস্থা নেই । নিজেদের ছোটো বোতলে করে জল এনেছিলাম, সেটাই খাচ্ছি । উপায়ও নেই । বুথ ছেড়ে কোথাও যেতেও পারছি না ।"

নেই পানীয় জল, লাইট ; সমস্যায় ভোটকর্মীরা
author img

By

Published : May 12, 2019, 5:50 AM IST

পুরুলিয়া, 12 মে : ভোটের ডিউটিতে এসে চরম অব্যবস্থার সম্মুখীন হলেন ভোটকর্মীরা । পানীয় জল থেকে শুরু করে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের । অভিযোগ, গতকাল রাত পর্যন্ত তাঁদের পানীয় জল বা খাবার দেওয়া হয়নি । বুথে লাইটের ব্যবস্থাও না কি নেই । ঘটনাটি পুরুলিয়া লোকসভার কেন্দ্রের বলরামপুর বিধানসভার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের 239/67 ও 68 নম্বর বুথের ।

গতরাতে ভোট পূর্ববর্তী পরিস্থিতি ক্যামেরায় তুলে ধরতে গিয়ে এই অব্যবস্থার ছবি ধরা পড়ে ETV ভারতের ক্যামেরায় । ETV ভারতের প্রতিনিধি ওই ভোটকেন্দ্রে গিয়ে দেখেন, অন্ধকারের মধ্যেই ভোটকর্মীরা কাজ করছেন । সেখানকার দুটি বুথে 8 জন ভোটকর্মী । রয়েছেন মাত্র 4 জন পুলিশকর্মী । কিন্তু নেই কেন্দ্রীয় বাহিনী ।

ভোটকর্মীরা এবিষয়ে বললেন, "নির্বাচন দপ্তরের কথামতো খাবার বা জলের ব্যবস্থা করা হয়নি এই কেন্দ্রে । বুথের আশপাশেও কোথাও জল বা খাবারের ব্যবস্থা নেই । নিজেদের ছোটো বোতলে করে জল এনেছিলাম, সেটাই খাচ্ছি । উপায়ও নেই । বুথ ছেড়ে কোথাও যেতেও পারছি না । তাছাড়া প্রশাসনের তরফে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা থাকলেও এখনও তা দেওয়া হয়নি। চারদিকে অন্ধকার । লাইটেরও ব্যবস্থা নেই । কী করব ভেবে পাচ্ছি না । এই জঙ্গলমহল এলাকায় কেন্দ্রীয় বাহিনী না থাকায় খুবই আতঙ্কে রয়েছি ।"

পুরুলিয়া, 12 মে : ভোটের ডিউটিতে এসে চরম অব্যবস্থার সম্মুখীন হলেন ভোটকর্মীরা । পানীয় জল থেকে শুরু করে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের । অভিযোগ, গতকাল রাত পর্যন্ত তাঁদের পানীয় জল বা খাবার দেওয়া হয়নি । বুথে লাইটের ব্যবস্থাও না কি নেই । ঘটনাটি পুরুলিয়া লোকসভার কেন্দ্রের বলরামপুর বিধানসভার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের 239/67 ও 68 নম্বর বুথের ।

গতরাতে ভোট পূর্ববর্তী পরিস্থিতি ক্যামেরায় তুলে ধরতে গিয়ে এই অব্যবস্থার ছবি ধরা পড়ে ETV ভারতের ক্যামেরায় । ETV ভারতের প্রতিনিধি ওই ভোটকেন্দ্রে গিয়ে দেখেন, অন্ধকারের মধ্যেই ভোটকর্মীরা কাজ করছেন । সেখানকার দুটি বুথে 8 জন ভোটকর্মী । রয়েছেন মাত্র 4 জন পুলিশকর্মী । কিন্তু নেই কেন্দ্রীয় বাহিনী ।

ভোটকর্মীরা এবিষয়ে বললেন, "নির্বাচন দপ্তরের কথামতো খাবার বা জলের ব্যবস্থা করা হয়নি এই কেন্দ্রে । বুথের আশপাশেও কোথাও জল বা খাবারের ব্যবস্থা নেই । নিজেদের ছোটো বোতলে করে জল এনেছিলাম, সেটাই খাচ্ছি । উপায়ও নেই । বুথ ছেড়ে কোথাও যেতেও পারছি না । তাছাড়া প্রশাসনের তরফে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা থাকলেও এখনও তা দেওয়া হয়নি। চারদিকে অন্ধকার । লাইটেরও ব্যবস্থা নেই । কী করব ভেবে পাচ্ছি না । এই জঙ্গলমহল এলাকায় কেন্দ্রীয় বাহিনী না থাকায় খুবই আতঙ্কে রয়েছি ।"

Intro:পুরুলিয়া : ভোটের ডিউটিতে এসে চরম অব্যবস্থার মুখে পড়লেন ভোট কর্মীরা l পানীয় জল শুরু করে নানান সমস্যার মধ্যে পড়তে হয়েছে বলে অভিযোগ ভোট কর্মীদের l ভোটের আগের দিন রাত 8 টা বেজে গেলেও বুথে পৌঁছায়নি কেন্দ্রীয় বাহিনী l দুপুরে বুথে ঢোকার পর পানীয় জল, খাবার না খেয়েই রয়েছেন ভোটকর্মীরা l বুথের বাইরে নেই কোনো লাইটের ব্যবস্থা l আতঙ্কে, খিদের জ্বালায় দিশেহারা ভোটকর্মীরা l ঘড়ির কাঁটায় রাত 8 টা বেজে গেলেও কোনো হেলদোল নেই জেলা নির্বাচন দপ্তরের l ঘটনা জঙ্গলমহল পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বলরামপুর বিধানসভার অন্তর্গত শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের 239/67 ও 68 নম্বর বুথে l রাত পোহালেই ভোট l কিন্তু কিভাবে রাত পার করবেন তা নিয়ে চিন্তায় ভোটকর্মীরা l
Body:আর মাত্র কয়েক ঘন্টা বাকি l তারপর সকাল হতেই জঙ্গলমহল পুরুলিয়ায় ষষ্ঠ দফায় নির্বাচন l রাত নামতেই ইটিভি ভারতের প্রতিনিধি হাতে লোগো নিয়ে হাজির জঙ্গলমহলের বুথে বুথে l সেই সময় বলরামপুর বিধানসভা এলাকার শিমুলিয়া গ্রামের বুথে পৌঁছাতেই দেখা যায় রাতের অন্ধকার জায়গায় ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাথায় ঘাম নিয়ে কাজ ভোটের আগে খাতায় স্ট্যাম্প মারার কাজ করেই চলেছেন ভোটকর্মীরা l সেখানে রয়েছে দুটি বুথে আট জন ভোটকর্মী l রয়েছে মাত্র 4 জন রাজ্য পুলিশের কর্মী l কিন্তু নজরে পড়লো না কেন্দ্রীয় বাহিনী l জেলা নির্বাচন দপ্তরের কথায় ষষ্ঠ দফায় প্রতিটি বুথে থাকার রয়েছে কেন্দ্রীয় বাহিনী l ভোটকর্মীদের তা নিয়ে জিজ্ঞেস করতেই একরাশ ক্ষোভ নিয়ে সমস্ত কিছু খুলে জানালেন ভোটকর্মীরা l
Conclusion:ভোটকর্মী সুব্ৰজিৎ চ্যাটার্জী, জগন্নাথ দাসরা জানান, "নির্বাচন দপ্তরের কথামতো খাবার বা জলের ব্যবস্থা করা হয়নি এই কেন্দ্রে l বুথের আশপাশেও কোথাও জল খাবারের ব্যবস্থা নেই l নিজেদের ছোট্ট বোতলে করে সেই জল এনেছিলাম, সেটাই চুমুক দিয়ে দিয়ে খাচ্ছি l উপায়ও নেই l বুথ ছেড়ে কোথাও যেতেও পারছি না l তাছাড়া প্রশাসনের তরফে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা থাকলেও রাত আট টা বেজে গেলেও দেখা নেই কারও l চারিদিকে অন্ধকার l লাইটেরও ব্যবস্থা নেই l কি করবো ভেবে পাচ্ছি l এই জঙ্গমহল এলাকায় কেন্দ্রীয় বাহিনী না থাকায় খুবই আতঙ্কে রয়েছি l এভাবে রাত টা কিভাবে কাটাবো বুঝে উঠতে পারছি না l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.