পুরুলিয়া, 13 নভেম্বর: চুরি করতে এসে নোটের বান্ডিল দেখে বেজায় খুশি চোরমশাই। খুশি হয়ে মা লক্ষ্মীকে হাতে পেয়ে প্রণাম করে বসল চোর। সে তো না হয় ঠিক আছে ৷ মা লক্ষ্মী বলে কথা, তাই প্রণাম সেরে ফেললেন ৷ এরপর ক্ষান্ত হয়নি সে ৷ আনন্দে আত্মহারা হয়ে নোটের বান্ডিল কে রীতিমতো চুমু খেয়ে বসল চোরবাবু ৷ ঘটনাটি পুরুলিয়ার আড়ষা থানার (Theft in Purulia) ৷
ওই থানা এলাকার একটি কৃষিবীজ দোকানের মালিক বুদ্ধেশ্বর কুমার থানায় তাঁর দোকানে চুরির একটি অভিযোগ দায়ের করেছেন ৷ সেই সঙ্গে তিনি ওই চুরির সিসিটিভি ফুটেজও (CCTV Footage) পুলিশের হাতে তুলে দিয়েছেন । এই ভিডিয়ো দেখার পর হাসছেন পুলিশ কর্মী থেকে শুরু করে আমজনতা সকলেই । ওই দোকান মালিক তাঁর অভিযোগে জানিয়েছেন যে, তিনি 2 নভেম্বর রাতে দোকান বন্ধ করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তামিলনাড়ু চলে যান।
10 তারিখ তিনি ফিরে এসে দেখেন দোকানের ভেন্টিলেটর ভাঙা এবং গেটের তালা ভাঙা। একইসঙ্গে নগদ 75 হাজার টাকা ও 2 লাখ 80 হাজার টাকা মূল্যের তরমুজ বীজ ও 84 হাজার টাকা মূল্যের উন্নত প্রজাতির টমেটো বীজ গায়েব (Theft at Agricultural Seed Shop)। মোট ক্ষতির পরিমাণ 4 লাখ 39 হাজার টাকা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি ড্রয়ার থেকে টাকা বের করছে ৷ সেদিন ছিল 3 নভেম্বর, সময় রাত 1.45।
একইসঙ্গে অন্য একটি ফুটেজে একটি মোটর সাইকেলে করে আসা তিন যুবককেও দেখা গিয়েছে রাস্তার আলো নেভাতে ওই একই সময়ে। দোকান মালিক বুদ্ধেশ্বর কুমার বলেন, "এই চুরির আগে নিশ্চয় তারা খোঁজ খবর করে সব কিছু দেখে, শুনে গিয়েছে। না হলে যে ড্রয়ারে টাকা থাকে তাতেই হাত দিচ্ছে কী করে ? পুলিশকে সব কিছু জানিয়েছি।" আড়ষা থানার পুলিশ ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: চিঠি দিয়ে টাকার বদলে সামগ্রী ফেরতের দাবি চোরের, গ্রেফতার যুবক