ETV Bharat / state

Purulia Murder Arrest: খুনের কিনারা করল পুুলিশ, মা ও দুই সন্তানের হাতেই খুন হন বড় ছেলে - The eldest son was Killed by his Mother and Two Brothers in Purulia

বৃহস্পতিবার সুবর্ণরেখা নদীর তীর থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছিল এক যুবকের মৃতদেহ ৷ 24 ঘণ্টা কাটতে না কাটতেই সেই খুনের কিনারা করল পুলিশ (Purulia Murder Arrest) ৷ খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃত যুবকের মা ও দুই ভাইকে ৷ শুক্রবার তাদের আদালতে তোলা হয় ৷

Purulia Murder Arrest
পুরুলিয়ায় খুনের কিনারা করল পুুলিশ
author img

By

Published : Jul 8, 2022, 10:53 PM IST

পুরুলিয়া, 8 জুলাই: মা ও দুই ভাই মিলে খুন করল দাদাকে ৷ বৃহস্পতিবার সুবর্ণরেখা নদী তীর থেকে মাটি খুঁড়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে সুইসা ফাঁড়ির পুলিশ (Purulia Murder Arrest) । পরে জানা যায় দেহটি গাগী গ্রামের পরীক্ষিত সিং মুড়ার (29) । এই ঘটনায় সুয়ো মোটো মামলা রুজু করে পুলিশ । মৃত ওই যুবকের ঘাড়ের পেছনে কোদাল বা কুড়ুল জাতীয় একটা অস্ত্র দিয়ে ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল । এই খুনের ঘটনার দ্রুত কিনারা করে ফেলল পুলিশ । খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃত যুবকের মা রমণী সিং মুড়া, মেজো ভাই সবরণ সিং মুড়া ও ছোট ভাই মহেশ্বর সিং মুড়াকে । শুক্রবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে সবরণ সিং-এর 5 দিনের পুলিশি হেফাজত ও বাকি দু'জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

আরও পড়ুন : Purulia Body Recovered: পুরুলিয়ায় মাটি খুঁড়ে উদ্ধার যুবকের দেহ

এই খুনের তদন্তে নেমে পুলিশ বেশ কিছু তথ্য প্রমাণ পেয়ে এবং বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে পরীক্ষিত সিংয়ের পরিবারের সদস্যদের জেরা করে পুলিশ । পুলিশি জেরার মুখে পড়ে ভেঙে পড়ে তারা ৷ এরপর সব কথা স্বীকার করে নেয় ৷ তারা জানায় কীভাবে খুন করেছে পরীক্ষিত সিংকে ৷ জানা যায়, ঘটনার দিন মৃত ওই যুবকের পরিবার পরীক্ষিতকে পার্টি করব বলে নদীর চরে নিয়ে যায় । তারপর সেখানে তাঁকে প্রচুর পরিমাণে মদ্যপান করানো হয় । এরপর একসময় সে ঘুমিয়ে পড়লে তাঁকে অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে । এরপর প্রমাণ লোপাটের জন্য মাটি চাপা দিয়ে দেওয়া হয় । তাদের বিরুদ্ধে খুন ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করেছে পুলিশ ।

ধৃতরা পুলিশকে জানিয়েছে, পরীক্ষিত জেদী ও এক রোখা ছিলেন ৷ যার ফলে সে প্রায়শই বাড়িতে অশান্তি করত ৷ বাড়িতে কারও কথা শুনত না ৷ তাই এসব থেকে মুক্তি পেতেই তারা এমন কাজ করেছে ৷

পুরুলিয়া, 8 জুলাই: মা ও দুই ভাই মিলে খুন করল দাদাকে ৷ বৃহস্পতিবার সুবর্ণরেখা নদী তীর থেকে মাটি খুঁড়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে সুইসা ফাঁড়ির পুলিশ (Purulia Murder Arrest) । পরে জানা যায় দেহটি গাগী গ্রামের পরীক্ষিত সিং মুড়ার (29) । এই ঘটনায় সুয়ো মোটো মামলা রুজু করে পুলিশ । মৃত ওই যুবকের ঘাড়ের পেছনে কোদাল বা কুড়ুল জাতীয় একটা অস্ত্র দিয়ে ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল । এই খুনের ঘটনার দ্রুত কিনারা করে ফেলল পুলিশ । খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃত যুবকের মা রমণী সিং মুড়া, মেজো ভাই সবরণ সিং মুড়া ও ছোট ভাই মহেশ্বর সিং মুড়াকে । শুক্রবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে সবরণ সিং-এর 5 দিনের পুলিশি হেফাজত ও বাকি দু'জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

আরও পড়ুন : Purulia Body Recovered: পুরুলিয়ায় মাটি খুঁড়ে উদ্ধার যুবকের দেহ

এই খুনের তদন্তে নেমে পুলিশ বেশ কিছু তথ্য প্রমাণ পেয়ে এবং বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে পরীক্ষিত সিংয়ের পরিবারের সদস্যদের জেরা করে পুলিশ । পুলিশি জেরার মুখে পড়ে ভেঙে পড়ে তারা ৷ এরপর সব কথা স্বীকার করে নেয় ৷ তারা জানায় কীভাবে খুন করেছে পরীক্ষিত সিংকে ৷ জানা যায়, ঘটনার দিন মৃত ওই যুবকের পরিবার পরীক্ষিতকে পার্টি করব বলে নদীর চরে নিয়ে যায় । তারপর সেখানে তাঁকে প্রচুর পরিমাণে মদ্যপান করানো হয় । এরপর একসময় সে ঘুমিয়ে পড়লে তাঁকে অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে । এরপর প্রমাণ লোপাটের জন্য মাটি চাপা দিয়ে দেওয়া হয় । তাদের বিরুদ্ধে খুন ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করেছে পুলিশ ।

ধৃতরা পুলিশকে জানিয়েছে, পরীক্ষিত জেদী ও এক রোখা ছিলেন ৷ যার ফলে সে প্রায়শই বাড়িতে অশান্তি করত ৷ বাড়িতে কারও কথা শুনত না ৷ তাই এসব থেকে মুক্তি পেতেই তারা এমন কাজ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.