ETV Bharat / state

Teenager with Firearms in School: স্কুলের মাঠে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি কিশোরের ! ভাইরাল ভিডিয়ো - পুরুলিয়া

পুরুলিয়ার (Purulia) আরষা থানা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের মাঠে ঢুকে পড়ে বহিরাগত এক কিশোর (Teenager with Firearms in School) ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video) ৷

Teenager with Firearms entered in the School sparks outrage in Purulia
Teenager with Firearms in School: স্কুলের মাঠে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি বহিরাগত কিশোরের ! ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Aug 5, 2022, 6:06 PM IST

পুরুলিয়া, 5 অগস্ট: হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুল চত্বরে ঢুকে পড়ে বহিরাগত কিশোর (Teenager with Firearms in School) ! তারপর সেই হাতিয়ার উঁচিয়েই চলে লাগাতার হুমকি ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার (Purulia) আরষা থানা এলাকার কান্টাডি শিক্ষাসত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৷ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ আতঙ্কিত পড়ুয়ারা ৷ স্কুলের নিরাপত্তা বাড়ানোর দাবিতে শুক্রবার পথ অবরোধ করে তারা ৷ এর জেরে দীর্ঘক্ষণ পুরুলিয়া থেকে জামশেদপুরগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয় ৷

স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক (TIC) সন্তোষকুমার মাহাত জানিয়েছেন, বৃহস্পতিবার যখন ঘটনাটি ঘটে, তখন তিনি শ্রেণিকক্ষের ভিতরে ছিলেন ৷ যে কিশোরের বিরুদ্ধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢোকার অভিযোগ উঠেছে, তাঁকে তিনি চেনেন না বলেই দাবি করেছেন সন্তোষ ৷ তিনি জানিয়েছেন, অভিযুক্ত যখন তাঁর নজরে পড়েছিল, সেই সময় তার হাতে কোনও অস্ত্র ছিল না ৷ তবে, সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় (Viral Video) ওই একই কিশোরকে স্কুল চত্বরে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতে এবং হুমকি দিতে দেখেছেন তিনি ৷

আরও পড়ুন: Education Centre: এক টাকার পাঠশালা, ভিড় করেছে এলাকার পিছিয়ে পড়া শিশুরা

স্কুলের এক পড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারাও অভিযুক্তকে চেনে না ৷ টিফিনের সময় ওই কিশোর স্কুলের খেলার মাঠে ঢুকে পড়ে ৷ তারপর ছাত্রদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে সে ৷ সেই সময় হঠাৎই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে পড়ুয়াদের ভয় দেখাতে শুরু করে ৷ শূন্যে দু'বার গুলিও ছোড়ে ! বহিরাগত ওই কিশোরের বিরুদ্ধে স্কুলের এক পড়ুয়াকে মারধর করারও অভিযোগ উঠেছে ৷ এ দিকে, শুক্রবার রাস্তা অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তারা ছাত্রদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত ও তার সঙ্গীকে বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছে ৷ বর্তমানে সরকারি হোমে রয়েছে তারা ৷ কীভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ভাইরাল ভিডিয়োয় শোরগোল !

অন্যদিকে, এলাকাবাসী এই পরিস্থিতির জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন ৷ তাঁদের বক্তব্য, নিরাপত্তা দূরে থাকুক, এই স্কুলে পঠনপাঠনই ঠিকমতো হয় না ৷ স্থানীয় বাসিন্দা তথা স্কুলেরই এক প্রাক্তন ছাত্র জানিয়েছেন, তাঁদের সময় প্রতিদিনের রুটিন মেনে আটটি পিরিয়ডে ক্লাস নেওয়া হত ৷ এখন মেরেকেটে দুই থেকে তিনটি পিরিয়ড হয় ৷ তারপর ছাত্ররা স্কুলে বাইরে এসে ঘুরে বেড়ায় ! এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্কুলের হাল ফেরাতে হবে ৷ ফেরাতে হবে শৃঙ্খলা ৷ সেইসঙ্গে, স্কুলের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে ৷

পুরুলিয়া, 5 অগস্ট: হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুল চত্বরে ঢুকে পড়ে বহিরাগত কিশোর (Teenager with Firearms in School) ! তারপর সেই হাতিয়ার উঁচিয়েই চলে লাগাতার হুমকি ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার (Purulia) আরষা থানা এলাকার কান্টাডি শিক্ষাসত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৷ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ আতঙ্কিত পড়ুয়ারা ৷ স্কুলের নিরাপত্তা বাড়ানোর দাবিতে শুক্রবার পথ অবরোধ করে তারা ৷ এর জেরে দীর্ঘক্ষণ পুরুলিয়া থেকে জামশেদপুরগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয় ৷

স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক (TIC) সন্তোষকুমার মাহাত জানিয়েছেন, বৃহস্পতিবার যখন ঘটনাটি ঘটে, তখন তিনি শ্রেণিকক্ষের ভিতরে ছিলেন ৷ যে কিশোরের বিরুদ্ধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢোকার অভিযোগ উঠেছে, তাঁকে তিনি চেনেন না বলেই দাবি করেছেন সন্তোষ ৷ তিনি জানিয়েছেন, অভিযুক্ত যখন তাঁর নজরে পড়েছিল, সেই সময় তার হাতে কোনও অস্ত্র ছিল না ৷ তবে, সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় (Viral Video) ওই একই কিশোরকে স্কুল চত্বরে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতে এবং হুমকি দিতে দেখেছেন তিনি ৷

আরও পড়ুন: Education Centre: এক টাকার পাঠশালা, ভিড় করেছে এলাকার পিছিয়ে পড়া শিশুরা

স্কুলের এক পড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারাও অভিযুক্তকে চেনে না ৷ টিফিনের সময় ওই কিশোর স্কুলের খেলার মাঠে ঢুকে পড়ে ৷ তারপর ছাত্রদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে সে ৷ সেই সময় হঠাৎই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে পড়ুয়াদের ভয় দেখাতে শুরু করে ৷ শূন্যে দু'বার গুলিও ছোড়ে ! বহিরাগত ওই কিশোরের বিরুদ্ধে স্কুলের এক পড়ুয়াকে মারধর করারও অভিযোগ উঠেছে ৷ এ দিকে, শুক্রবার রাস্তা অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তারা ছাত্রদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত ও তার সঙ্গীকে বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছে ৷ বর্তমানে সরকারি হোমে রয়েছে তারা ৷ কীভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ভাইরাল ভিডিয়োয় শোরগোল !

অন্যদিকে, এলাকাবাসী এই পরিস্থিতির জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন ৷ তাঁদের বক্তব্য, নিরাপত্তা দূরে থাকুক, এই স্কুলে পঠনপাঠনই ঠিকমতো হয় না ৷ স্থানীয় বাসিন্দা তথা স্কুলেরই এক প্রাক্তন ছাত্র জানিয়েছেন, তাঁদের সময় প্রতিদিনের রুটিন মেনে আটটি পিরিয়ডে ক্লাস নেওয়া হত ৷ এখন মেরেকেটে দুই থেকে তিনটি পিরিয়ড হয় ৷ তারপর ছাত্ররা স্কুলে বাইরে এসে ঘুরে বেড়ায় ! এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্কুলের হাল ফেরাতে হবে ৷ ফেরাতে হবে শৃঙ্খলা ৷ সেইসঙ্গে, স্কুলের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.