ETV Bharat / state

Tapan Kandu Murder: তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই - তপন কান্দু হত্যা মামলা

তপন কান্দু খুনের দিনে (Jhalda Congress Councillor Murder Case) এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ (CBI collects CCTV footage) করলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা (Tapan Kandu Murder) ৷

tapan-kandu-murder-cbi-collects-cctv-footage-from-jhalda
তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই
author img

By

Published : Apr 8, 2022, 5:30 PM IST

পুরুলিয়া, 8 এপ্রিল: তপন কান্দু খুনের মামলায় ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই (Tapan Kandu Murder)৷ সিবিআইয়ের টিম ঝালদা শহরের পুরনো ঝালদা থানায় টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে গিয়ে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন । যে দিন কাউন্সিলর খুন হয়েছিলেন, সে দিনের সিটিটিভি-র সমস্ত ফুটেজ, (CBI collects CCTV footage) পেন ড্রাইভে সংগ্রহ করে নিয়ে যান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । তবে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর ।

কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Jhalda murder case) ৷ সেই মতোই ঝালদায় গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্যেই নানা দিক খতিয়ে দেখা হচ্ছে ৷ আজই ঝালদা ফরেস্ট গেস্ট হাউসের অস্থায়ী সিবিআই ক্যাম্পে পৌঁছন সিআইডি ডিআইজি ।

আরও পড়ুন: Jhalda Congres Councillor Murder : তপন কান্দু খুনে সিবিআইয়ের জেরা শুরু

আজ জেরা করা হতে পারে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকেও । ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ ও নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর ফোনে কথোপকথনের যে অডিয়ো ভাইরাল হয়েছিল, সেই ফোন ও সিম আপাতত পুলিশ হেফাজতে রয়েছে । সেই ফোন ও সিম নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে সিবিআই ।

আরও পড়ুন: Jhalda Congress Councillor Murder Case : সিবিআই তদন্তের বিরোধিতা কেন ? রাজ্যকে একহাত তাপন কান্দুর স্ত্রীর

পুরুলিয়া, 8 এপ্রিল: তপন কান্দু খুনের মামলায় ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই (Tapan Kandu Murder)৷ সিবিআইয়ের টিম ঝালদা শহরের পুরনো ঝালদা থানায় টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে গিয়ে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন । যে দিন কাউন্সিলর খুন হয়েছিলেন, সে দিনের সিটিটিভি-র সমস্ত ফুটেজ, (CBI collects CCTV footage) পেন ড্রাইভে সংগ্রহ করে নিয়ে যান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । তবে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর ।

কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Jhalda murder case) ৷ সেই মতোই ঝালদায় গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্যেই নানা দিক খতিয়ে দেখা হচ্ছে ৷ আজই ঝালদা ফরেস্ট গেস্ট হাউসের অস্থায়ী সিবিআই ক্যাম্পে পৌঁছন সিআইডি ডিআইজি ।

আরও পড়ুন: Jhalda Congres Councillor Murder : তপন কান্দু খুনে সিবিআইয়ের জেরা শুরু

আজ জেরা করা হতে পারে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকেও । ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ ও নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর ফোনে কথোপকথনের যে অডিয়ো ভাইরাল হয়েছিল, সেই ফোন ও সিম আপাতত পুলিশ হেফাজতে রয়েছে । সেই ফোন ও সিম নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে সিবিআই ।

আরও পড়ুন: Jhalda Congress Councillor Murder Case : সিবিআই তদন্তের বিরোধিতা কেন ? রাজ্যকে একহাত তাপন কান্দুর স্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.