ETV Bharat / state

Suresh Agarwal : মুখ্যমন্ত্রীর পরামর্শ বলে কথা, সাধের পকোড়া খাওয়া ছেড়েছেন সুরেশবাবু

author img

By

Published : Jun 1, 2022, 4:04 PM IST

Updated : Jun 1, 2022, 6:57 PM IST

মুখ্যমন্ত্রী বলে বসেন, "আপনার ভুঁড়ি যে ভাবে বাড়ছে এ তো যে কোনও দিন ব্লক করে যাবেন আপনি ৷’’ আত্মপক্ষ সমর্থনে রোজ দেড় ঘণ্টা ব্য়ায়ামের কথা জানালেও সতর্ক হলেন সুরেশ আগরওয়াল ৷ আজ দু'দিন হল সাধের পকোড়া ছুঁয়েও দেখেননি তিনি (Suresh Agarwal has stopped eating Pokora) ৷

Suresh has stopped eating Pokora
সাধের পকোড়া খাওয়া ছেড়েছেন সুরেশবাবু

পুরুলিয়া, 1 জুন : ছোটবেলার অভ্যাস, ব্রেকফাস্টে কিছু না-হোক খানকয়েক পকোড়া চাই'ই চাই ৷ বিশাল বপু 100 কিলো ছাড়ালেও সেই অভ্যাস ছাড়তে পারেননি সুরেশ আগরওয়াল ৷ মুখ্যমন্ত্রীর জেলা সফরের পর দু'দিন পেরিয়ে গিয়েছে, সেই তিনিই ব্রেকফাস্ট তো কোন ছাড়, গোটা দিনে একটাও পকোড়া ছুঁয়েই দেখেননি (Suresh Agarwal has stopped eating Pokora) ৷

বাড়ির লোক হাজার বলে যেই অভ্যাস ছাড়াতে পারেনি, সেই অভ্যাসই বদলে গিয়েছে মুখ্যমন্ত্রীর এক পরামর্শে ৷ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘বিরাট’ ভুঁড়ি দেখে মন্তব্য করেছিলেন, 'এত্ত বড় ভুঁড়ি ! পকোড়া খাওয়া কমান ৷' তারপরেই আমূল পরিবর্তন এসেছে ঝালদা পৌরসভার প্রধানের দৈনিক রুটিনে (CM Mamata Banerjee takes dig at overweight Suresh Agarwal) ৷

সবার সামনে মুখ্যমন্ত্রী বলে বসেন, "আপনার ভুঁড়ি যে ভাবে বাড়ছে এ তো যে কোনও দিন ব্লক করে যাবেন আপনি ৷’’ আত্মপক্ষ সমর্থনে সেদিন রোজ দেড় ঘণ্টা ব্য়ায়াম করেন বলে জানালেও সতর্ক হলে সুরেশ আগরওয়াল ৷ আজ দু'দিন হল সাধের পকোড়া ছুঁয়েও দেখেননি তিনি ৷

আরও পড়ুন : 'এত্ত বড় ভুঁড়ি ! পকোড়া খাওয়া কমান', ঝালদা পৌরসভার চেয়ারম্যানকে পরামর্শ মমতার

সুরেশ আগরওয়ালের কথায়, "আজ দু'দিন হল আর পকোড়া খাচ্ছি না ৷ মুখ্যমন্ত্রী নিজে যখন আমার স্বাস্থ্য সম্বন্ধে এত খোঁজ নিয়ে একথা বলেছেন, তখন কি আর এর অন্যথা করা সম্ভব ?’’ তাহলে কি প্রাণপ্রিয় পকোড়াকে চিরকালের জন্য টাটা করলেন তিনি ? ‘‘এখন দেখি কিছুদিন যদি না-খেয়ে থাকতে পারি তো ভালই । দেখুন যখন দিদি বলেছেন, তখন আমাকে তো ওনার কথা মানতেই হবে । তাই শত কষ্টই হোক, প্রিয় খাবারটার দিকে এখন আর হাত বাড়াবো না বলেই মনস্থ করেছি ,’’ দৃঢ়প্রতিজ্ঞ সুরেশ আগরওয়াল ৷

পুরুলিয়া, 1 জুন : ছোটবেলার অভ্যাস, ব্রেকফাস্টে কিছু না-হোক খানকয়েক পকোড়া চাই'ই চাই ৷ বিশাল বপু 100 কিলো ছাড়ালেও সেই অভ্যাস ছাড়তে পারেননি সুরেশ আগরওয়াল ৷ মুখ্যমন্ত্রীর জেলা সফরের পর দু'দিন পেরিয়ে গিয়েছে, সেই তিনিই ব্রেকফাস্ট তো কোন ছাড়, গোটা দিনে একটাও পকোড়া ছুঁয়েই দেখেননি (Suresh Agarwal has stopped eating Pokora) ৷

বাড়ির লোক হাজার বলে যেই অভ্যাস ছাড়াতে পারেনি, সেই অভ্যাসই বদলে গিয়েছে মুখ্যমন্ত্রীর এক পরামর্শে ৷ পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘বিরাট’ ভুঁড়ি দেখে মন্তব্য করেছিলেন, 'এত্ত বড় ভুঁড়ি ! পকোড়া খাওয়া কমান ৷' তারপরেই আমূল পরিবর্তন এসেছে ঝালদা পৌরসভার প্রধানের দৈনিক রুটিনে (CM Mamata Banerjee takes dig at overweight Suresh Agarwal) ৷

সবার সামনে মুখ্যমন্ত্রী বলে বসেন, "আপনার ভুঁড়ি যে ভাবে বাড়ছে এ তো যে কোনও দিন ব্লক করে যাবেন আপনি ৷’’ আত্মপক্ষ সমর্থনে সেদিন রোজ দেড় ঘণ্টা ব্য়ায়াম করেন বলে জানালেও সতর্ক হলে সুরেশ আগরওয়াল ৷ আজ দু'দিন হল সাধের পকোড়া ছুঁয়েও দেখেননি তিনি ৷

আরও পড়ুন : 'এত্ত বড় ভুঁড়ি ! পকোড়া খাওয়া কমান', ঝালদা পৌরসভার চেয়ারম্যানকে পরামর্শ মমতার

সুরেশ আগরওয়ালের কথায়, "আজ দু'দিন হল আর পকোড়া খাচ্ছি না ৷ মুখ্যমন্ত্রী নিজে যখন আমার স্বাস্থ্য সম্বন্ধে এত খোঁজ নিয়ে একথা বলেছেন, তখন কি আর এর অন্যথা করা সম্ভব ?’’ তাহলে কি প্রাণপ্রিয় পকোড়াকে চিরকালের জন্য টাটা করলেন তিনি ? ‘‘এখন দেখি কিছুদিন যদি না-খেয়ে থাকতে পারি তো ভালই । দেখুন যখন দিদি বলেছেন, তখন আমাকে তো ওনার কথা মানতেই হবে । তাই শত কষ্টই হোক, প্রিয় খাবারটার দিকে এখন আর হাত বাড়াবো না বলেই মনস্থ করেছি ,’’ দৃঢ়প্রতিজ্ঞ সুরেশ আগরওয়াল ৷

Last Updated : Jun 1, 2022, 6:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.