পুরুলিয়া, 30 জুন: শুক্রবার পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের প্রচারে এসে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যাযয়কে 'ভাইপোর লোক' বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর টেমপ্লেট নষ্ট না-করে থানাযর আইসি দের কাছে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷
পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের ফল নিয়ে আশাবাদী রাজ্য বিজেপি সভাপতি ৷ তিনি জানিয়েছেন, পুলিশ-প্রশাসন তৃণমূলের দলদাসের মত আচরণ করছে কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিজেপি জিতবে এবং তৃণমূল কংগ্রেস বসে বসে দেখবে ৷ একইসঙ্গে বর্তমানে রাজ্যে ভয়ঙ্কর অবস্থা চলছে বলেও মন্তব্য করেন তিনি । সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্যে এসএসসি পরীক্ষা হচ্ছে না , স্কুলগুলি শেষ করে দেওয়া হয়েছে ৷ এবার বিশ্ববিদ্যালয়গুলির দিকে হাত বাড়িয়েছে ৷ সুকান্তর কথায়,"পিসির পোষা ভিসি'দের বিশ্ববিদ্যালয়গুলিতে বসানো হচ্ছে ৷"
জেলার পুলিশ সুপার প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার বলেন,"এখানকার এসপি ডায়মন্ড হারবার থেকে এসেছেন, ভাইপোর লোক ৷ ভাইপোর জুতো পরিষ্কার করে দেন ৷ ব্যালট ছাপার পর তার টেমপ্লেট নষ্ট করে দেওয়ার নিয়ম থাকলেও তা থানার আইসিদের কাছে নিয়ম বহির্ভূত ভাবে রেখে দেওয়া হচ্ছে ৷ পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে ৷" এবারের নির্বাচনে কুড়মি ভোট বিজেপির সঙ্গে থাকবে বলেই জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷
আরও পড়ুন: অনুব্রতর জায়গায় নিতে চাইছেন শতাব্দী, পাণ্ডবেশ্বরে প্রচার নিয়ে কটাক্ষ জিতেন্দ্রর
এদিন সুকান্তর কটাক্ষ, তৃণমূলের সর্বভারতীয় তকমা কদিন আগে চলে গিয়েছে, তাই আন্তর্জাতিক দল হওয়ার চেষ্টা করছে তারা ৷ তাই বিদেশ থেকে পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়া হচ্ছে ৷ তৃণমূল আমলে চুরি ও দুর্নীতি হচ্ছে বলেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে বলে দাবি রাজ্য বিজেপি সভাপতির ৷ পুরুলিয়ায় বিজেপি এবার অনেক আসনে জিতবে ও তা ধরে রাখবে বলেও এদিন দাবি করেছেন সুকান্ত মজুমদার ৷