পুরুলিয়া, 10 ডিসেম্বর: জটিল অস্ত্রোপচার করে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Deben Mahato Government Medical College & Hospital) ৷ এই অস্ত্রোপচার করেছেন চিকিৎসক পবন মণ্ডল । অন্যদিকে, সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপরেই ভরসা রেখে নতুন করে জীবন ফিরে পেলেন পুরুলিয়ার দুঃস্থ এক রোগী ।
জানা গিয়েছে, পুরুলিয়ার মানবাজারের মাঝিহীরার রানী মাহালি নামে এক মহিলা চিকিৎসক পবন মণ্ডলের কাছে পেটে ব্যথা ও জন্ডিস নিয়ে চিকিৎসা করাতে আসেন । হাসপাতালে ভর্তি হওয়ার পরই বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাঁর ৷ এরপরই দেখা যায় তাঁর অগ্নাশয়ে ক্যানসার রয়েছে । যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্যানক্রিয়েটিক ক্যানসার (Pancreatic cancer) বলা হয় ।
চিকিৎসকেরা জানান, এই রোগকে সঙ্গে নিয়ে বেশিদিন বেঁচে থাকা সম্ভব নয় । সঙ্গে এও জানানো হয়, অস্ত্রোপচার করলে বেঁচে থাকার ক্ষমতা হয়তো অনেক গুণ বেড়েও যেতে পারে তাঁর । এরপরেই রোগীর পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে পবন মণ্ডল-সহ চিকিৎসকের একটি দল এক প্রকার ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করেন ওই রোগীর । অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয় তাঁর পিত্তথলি,পিত্তনালী-সহ আরও কয়েকটি অঙ্গ ।
আরও পড়ুন: একজনের অঙ্গদানে বাঁচল 3 জনের প্রাণ
গত 7 ডিসেম্বর প্রায় 6 ঘন্টা ধরে চলে এই কঠিন অস্ত্রোপচার । অবশেষে সফলতা মেলে অস্ত্রোপচারে । চিকিৎসক পবন মণ্ডলের নেতৃত্বে অস্ত্রোপচারের ওই মেডিক্যাল টিমে ছিলেন চিকিৎসক সোমনাথ বিশ্বাস, চিকিৎসক সৃজন রায়-সহ আরও অনেকে । চিকিৎসক পবন মণ্ডল জানান, এই ধরনের জটিল অস্ত্রোপ্রচার পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই প্রথম ।