পুরুলিয়া, 6 অগস্ট: স্কুলের শিক্ষক মারধর করেন ছাত্রছাত্রীদের, প্রতিবাদে ভারপ্রাপ্ত শিক্ষককে তালা বন্দি করে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের (Students Beaten by Teacher)।
পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকের মেটালা জুনিয়র হাইস্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক আনন্দ মান্ডি নাকি, গতকাল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা চিৎকার করলে মাথা ঠিক রাখতে না-পেরে তাদের বেধড়ক মারধর করেন ৷ তারই প্রতিবাদে শনিবার বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে তালা বন্দি করে বিক্ষোভ দেখাতে থাকেন।
এই বিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষক অজয় মাহাতো বলেন, "আমি গতকাল কাজের জন্য ব্লকে গিয়েছিলাম। পরে ওই মাস্টারমশাইয়ের কাছ থেকে যেটুকু শুনি তাতে কোনও এক ছাত্রের টাকা চুরি যাওয়া নিয়ে ওই ছাত্র শিক্ষকের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল, তখন ছাত্রছাত্রীরা গোলমাল করছিল সেই সময় উনি মাথা ঠিক রাখতে পারেননি ৷ তাই বাচ্চাদের মারধর করেন ৷ যদিও তিনি অনুতপ্ত , ভবিষ্যতে এই ধরনের ভুল আর করবেন না বলেও জানিয়েছেন।"
যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও উত্তর দেননি ৷ এদিন বিদ্যালয়েও আসেননি। তাই তাঁকে না পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককেই পড়ুয়া ও অভিভাবকরা আটকে রেখে দু'ঘন্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে রঘুনাথপুর 1 নম্বর ব্লকের প্রতিনিধি এসে এই মর্মে একটি লিখিত আশ্বাস দেন ৷ অভিভাবক ও অভিযুক্ত শিক্ষক ও প্রশাসনের উপস্থিতিতে আগামী সোমবার একটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷
আরও পড়ুন: টোটোয় ‘অপা’কে নিয়ে ব্যাঙ্গাত্মক ব্যানার, শান্তিনিকেতনে অনুব্রতর প্রতিবেশীকে নিয়ে হইচই
এই বিষয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সুমনা তিওয়ারি বলে, "টাকা চুরির ব্যাপারে ওই শিক্ষক আমাদের কোনও কিছু জিজ্ঞাসা না করেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকলকে লাঠি দিয়ে প্রচন্ড মারধর করেন ৷ এছাড়াও ওই শিক্ষক মদ্যপান করে স্কুলে আসেন, আমরা তাঁর কাছে পড়তে চাই না। আমরা চাই ওনার বদলি হোক।"